ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএলে দুর্বার রাজস্থানের মুখোমুখি আজ হায়দরাবাদ

স্টিভেন স্মিথ বনাম ডেভিড ওয়ার্নার

প্রকাশিত: ০৬:০০, ১৬ এপ্রিল ২০১৫

স্টিভেন স্মিথ বনাম ডেভিড ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ধুন্ধুমার টি২০ আরও অনিশ্চয়তাময়, যেখানে আগাম অনুমান কঠিন। এবার আইপিএলে মোটেও ডাকসাইটে ছিল না রাজস্থান রয়্যালস। অন্তত চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো তারকাখচিত তো নয়ই। সেই রাজস্থানই উড়ছে। দুই খেলার একটিতে হারের স্বাদ পেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্সকেও। অথচ তিন খেলার সব জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ‘বলিউড কন্যা’ শিল্পা শেঠীর রাজস্থান! উড়ন্ত স্টিভেন স্মিথদের মুখোমুখি আজ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। সদ্য বিশ্বকাপ পুনরুদ্ধারকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই আইপিএলের আলো কেড়ে নিচ্ছেন। রাজস্থানের সাফল্যের রূপকার ক্যাপ্টেন স্মিথ, আছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক অলরাউন্ডার জেমস ফকনার। দারুণ খেলছেন দু’জনে। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মিশন শুরু করে রাজস্থান। ব্যাট হাতে ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফকনার। যেন বিশ্বকাপ ফাইনালের পারফর্মেন্স এখানে বয়ে আনেন অসি অলরাউন্ডার। স্মিথ করেন ৩৩ রান। দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে অবশ্য শেষ বলে ৪ হাঁকিয়ে ৩ উইকেটের নাটকীয় জয় এনে দেন টিম সাউদি। ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে ‘নায়ক’ বনে যান আনকোরা দীপক হুদা। আর আগের ম্যাচে শক্তিধর মুম্বাইকে পাত্তাই দেয়নি স্মিথরা! ১৬৪ রানের জবাবে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’Ñ ৭ উইকেটের বিশাল জয়ের পথে ৫৩ বলে ৭৯ রানের অপরাজেয় ইনিংস খেলে ‘নায়ক’ স্মিথ। অস্ট্রেলিয়ার আগামীর সেনাপতি হয়ে ওঠেন রাজস্থানের কা-ারি। সঙ্গে ফকনার ছাড়া আছেন ধারাবাহিক ভাল খেলা অজিঙ্কা রাহানে, করুণ নায়ার, স্টুয়ার্ট বিনি ও ক্রিস মরিসের মতো পারফর্মার। প্রতিপক্ষ হায়দরবাদের অভিজ্ঞতাটা মিশ্র। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৫ রানের বড় ব্যবধানে হারের পর নিজেদের শেষ খেলায় তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দেয় ডেভিড ওয়ার্নার বাহিনী। ১৬৬ রানের জবাবে তুলে নেয় ৮ উইকেটের বিশাল জয়। চমৎকার বোলিং করেন ট্রেন্ট বোল্ট (৩/৩৬), ভুবনেশ্বর কুমার (২/৩০) ও রবি বোপারা (২/৩১)। তবে জয়ের ‘নায়ক’ ওয়ার্নার ২৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ৫৭ রানের টর্নেডো ইনিংস। ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান তুলে নেন অপরাজিত হাফ সেঞ্চুরি (৪২ বলে ৫০*)। লোকেশ রাহুল ৪৪ রানে অপরাজিত থাকলে বড় জয় পায় হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিটিতে আছেন কেন উইলিয়ামসন, নামান ওঝা, করণ শর্মা, প্রবীন কুমার, ইশান্ত শর্মা, পারভেজ রসুলদের মতো ক্রিকেটার। সুতরাং উড়ন্ত রাজস্থানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। টি২০র তত্ত্বটাই শুনিয়েছেন অধিনায়ক। অসি মারকাটারি ওয়ার্নার বলেন, ‘রাজস্থান ভাল দল, তবে টি২০তে ফেবারিট বলে কিছু নেই। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব। যেমনটা আগের ম্যাচে করে দেখিয়েছি। জয়ের ধারা অব্যাহত রাখতে প্রস্তুত আমরা।’ জয়ের ধারা অব্যাহত রাখতে চান উড়ন্ত রাজস্থান সেনাপতি স্মিথও। স্মিথ বনাম ওয়ার্নারÑ জমবে লড়াই বেশ!
×