ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় বিদ্যুতস্পৃষ্টে দম্পতির মৃত্যু ॥ মেয়ে আহত

প্রকাশিত: ০৪:২৯, ১৪ এপ্রিল ২০১৫

নওগাঁয় বিদ্যুতস্পৃষ্টে দম্পতির মৃত্যু ॥ মেয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ এপ্রিল ॥ রবিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ সময় আহত হয়েছে তাদের কন্যা মোসলেমা খাতুন (১৮)। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার পার-কাসুন্দা গ্রামে। জানা গেছে, রবিবার রাতে ওই গ্রামের খন্দকার মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী রেখা বিবি (৪৬) বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাদের টেলিভিশনের এন্টিনা ঝড়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া ১১ হাজার কেভিএ বিদ্যুৎত লাইনের তারের ওপর পড়ে গোটা টেলিভিশন বিদ্যুতায়িত হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে গৃহকর্তা মোজাম্মেল হক টেলিভিশন বন্ধ করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী রেখা বিবি তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তাদের এ অবস্থা দেখে কলেজ পড়ুয়া কন্যা মোসলেমা এগিয়ে গেলে বিদ্যুতের শক খেয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাদের একমাত্র ছেলে রিপন (২০) পাশের কক্ষ থেকে ওই কক্ষে গিয়ে সকলকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
×