ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্গাপুরে পাতা পচন রোগে আক্রান্ত বোরো ক্ষেত

প্রকাশিত: ০৪:২৯, ১৪ এপ্রিল ২০১৫

দুর্গাপুরে পাতা পচন  রোগে আক্রান্ত  বোরো ক্ষেত

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৩ এপ্রিল ॥ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বোরো ক্ষেত পাতা পচন রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও কোন প্রতিকার না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকার বোরো ক্ষেত ঘুরে দেখা গেছে, বোরো ধান গাছের পাতা লাল হয়ে পুড়ে যাচ্ছে। কৃষকরা এই রোগকে পাতা পচন রোগ বলছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, কয়েকদিন আগে শিলাবৃষ্টি হওয়ায় এই রোগের প্রভাব পড়েছে। এই রোগকে ব্লাস্টার রোগ বলে। আমরা এই রোগ থেকে বোরো ক্ষেতকে রক্ষা করার জন্য মাঠে গিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি। উপজেলার বারমারী গ্রামের আদিবাসী কৃষক নিউটন মানখিন জানান, পাতা পচন বা ব্লাস্টার রোগ দেখা দেয়ার পর থেকে কৃষি সম্প্রসারণ অফিস থেকে পরামর্শ নেয়া হচ্ছে। কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী প্রতিরোধক ব্যবহার করেও কোন ফলন পাওয়া যাচ্ছে না। পৌর এলাকার ঠাকুরবাড়ি কান্দা গ্রামের বোরো চাষী আঃ হাকিম জানান, যে হারে পাতা পচন রোগ দেখা দিয়েছে তাতে ফলন অর্ধেকে নেমে আসবে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম বলেন, বোরো ক্ষেতে ব্লাস্টার রোগ দেখা দেয়ার পর থেকেই তারা মাঠে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। এ কারণে এ রোগের বিস্তার কম হয়েছে। অল্প সময়ের মধ্যে বোরো ক্ষেত এ রোগ থেকে সেরে উঠবে এবং আশানুরূপ ফলনও পাওয়া যাবে।
×