ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫২, ১৩ এপ্রিল ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ , ঢাকা .......................................... পূর্ব প্রকাশের পর ২১। পোলভল্টের ল্যান্ডিং এর মাপ কত ? (ক) ৬ ী ৬ মিটার (খ) ৪ ী ৪ মিটার (গ) ৩ ী ৩ মিটার (ঘ) ৫ ী ৫ মিটার । ২২। পোলভল্টে একজন প্রতিযোগী একই উচ্চতায় কয়টি সুযোগ পায় ? (ক) ৬ টি (খ) ৫ টি (গ) ৪ টি (ঘ) ৩ টি । ২৩। টেক অফ বোর্ডের দৈর্ঘ্য কত ? (ক) ১.২১-১.২২ মিটার (খ) ১.২৩-১.২৪ মিটার (গ) ১.২৫-১.২৬ মিটার (ঘ) ২ মিটার। ২৪। বর্তমান সময়ের সেরা দৌড় বিদ কে ? (ক) টাইসন গে (খ) উইসান বোল্ট (গ) মার্ক স্পীজ (ঘ) ইয়ান থর্প। ২৫। অ্যাথলেটিক্স ও সাঁতার শিক্ষাথীদদের সাহয্য করে (ক) পড়াশোনা করতে (খ) অর্থ উপার্জন করতে (গ) সুনাগরিক হিসেবে গড়ে উঠতে (ঘ) সুস্থ ভালো রাখতে । ২৬। কোন খেলায় স্কুপ থাকে ? (ক) কাবাডি (খ) হকি (গ) রাগবি (ঘ) ক্রিকেট। ২৭। ভলিবল খেলা হয় - (ক) রোটেশন পদ্ধতিতে (খ) সার্কেল পদ্ধতিতে (গ) ফিক্সড পদ্ধতিতে (ঘ) চেইন পদ্ধতিতে । ২৮। বাংলাদেশে মাদকাশক্তি বিস্তারের প্রধান কারন কি ? (ক) হতাশা (খ) মা বাবর বিচ্ছেদ (গ) কৌতুহল (ঘ) মাদকের সহজ লভ্যতা । ২৯। লোহিত রক্ত কনিকা কত দিন বেঁচে থাকতে পারে ? (ক) ১২৫ দিন (খ) ১২২ দিন (গ) ১২০ দিন (ঘ) ১১৮ দিন । ৩০। জৈবিক অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন‎ - (ক) শারীরিক ব্যায়াম (খ) বই জড়া (গ) জীব বৈচিত্র সংগ্রহ করা (ঘ) বন্ধুত্ব গড়ে তোলা । ৩১। শারীরিক শিক্ষার উদ্দেশ্য নয় কোনটি ? (ক) শারীরিক সুস্থতা অর্জন (খ) চারিত্রিক গুনাবলী অর্জন (গ) সামাজিক গুনাবলী অর্জন (ঘ) বিরোধ পূর্ন সম্পর্ক স্থাপন । ৩২। শারীরিক শিক্ষার দার্শকিন নীতি হলো - (ক) স্থিতি ও গতি (খ) খেলাধুলা শিশু শিক্ষার শক্তিশালী মাধ্যম (গ) শিশুর ব্যক্তিত্বও বিকাশ ঘটে (ঘ) বিনোদনের উৎকৃষ্ট মাধ্যম। ৩৩। মানব সম্পদকে বিকশিত করার কাজে শিক্ষাপ্রতিষ্ঠান দায়বদ্ধ (ক) মানুষের কাছে (খ) সমাজের কাছে (গ) সমাজ ও দেশের কাছে (ঘ) শুধুমাত্র প্রতিষ্ঠানের কাছে। ৩৪। শারীরিক শিক্ষা ও সাধরণ শিক্ষা এক অপরের - (ক) পরিপূরক (খ) পরিপূরক নয় (গ) বিরোধাতœাক (ঘ) ক ও খ। ৩৫। খেলাধুলা করলে - (ক) শরীর ও মন সতেজ হয় (খ) মন খারাপ হয় (গ) হাত পা ব্যথা করে (ঘ) ঘুম আসে। উত্তর ২১। (ঘ) ২২। (ঘ) ২৩। (ক) ২৪। (খ) ২৫। (গ) ২৬। (খ) ২৭। (ক) ২৮। (ঘ) ২৯। (গ) ৩০। (খ) ৩১। (ঘ) ৩২। (খ) ৩৩। (গ) ৩৪। (ক) ৩৫। (ক)।
×