ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ এপ্রিল ২০১৫

অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিভিন্ন কর অঞ্চলের অধীন কোম্পানির আয়কর সংক্রান্ত সব ধরনের অডিট আপত্তি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে ও রাজস্ব আহরণের উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। গত শনিবার এনবিআরের সম্মেলন কক্ষে বোর্ড সভার মিটিংয়ে এসব নির্দেশ দেন তিনি। এ সময় সংস্থাটির আয়কর, মূসক ও শুল্ক বিভাগের সদস্যদের পাশাপাশি বৃহৎ করদাতা ইউনিট, বিভিন্ন করাঞ্চল এবং কাস্টমস কমিশনারেটরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, রাজস্ব আহরণে ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা নিয়ে পর্যালোচনা করেন এনবিআরের কর্মকর্তারা। আলোচনায় জুলাই-২০১৪ থেকে মার্চ ২০১৫ পর্যন্ত প্রাপ্ত রাজস্ব চিত্র তুলে ধরা হয়। এ সময়ে ঘাটতি থাকা প্রায় ৬ হাজার কোটি টাকার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করেন এনবিআর চেয়ারম্যান। আগামী ৩ মাসে বৃহৎ করদাতাদের কাছ থেকে বকেয়াসহ সব কর আদায়ে জোরালো পদক্ষেপ নেয়ার পরামর্শও দেন তিনি। সূত্র আরও জানায়, বিভিন্ন মামলায় আটকে থাকা ২৮ হাজার কোটি টাকা আদায়ে বিকল্প-বিরোধ-নিষ্পত্তি আইন প্রয়োগের ওপর অধিক গুরুত্ব দেয়া হয়েছে শনিবারের বৈঠকে। কোম্পানি বা ব্যক্তি পর্যায়ের আয়ব্যয় সংক্রান্ত কোন ধরনের তদন্ত বছরের পর বছর ঝুলিয়ে না রেখে সর্বোচ্চ তিন মাসের মধ্যে শেষ করে বকেয়া আদায়ে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এ জন্য করাঞ্চলগুলোতে বকেয়া থাকা করদাতাদের তালিকা করে তাদের মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে এনে দ্রুত সমাধানের জন্য তাগিদ দেয়া হয়েছে। এছাড়া অডিট আপত্তি নিষ্পত্তির মাধ্যমে বকেয়া থাকা সব কর আদায়ে নির্দেশনা দেয়া হয়। প্রসঙ্গত, এনবিআরে ৭ বছরের অডিট আপত্তি অনিষ্পত্তি অবস্থায় থাকায় বিভিন্ন মামলায় আটকে আছে প্রায় ৬০ হাজার কোটি টাকার রাজস্ব। বিভিন্ন কর বর্ষের বৃহৎ করদাতা প্রতিষ্ঠানগুলোর আয়কর রিটার্ন দাখিল করার পর এনবিআর তা যাচাই-বাছাই করে।
×