ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করলেন বিদায়ী জাপানী রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:৪৫, ১২ এপ্রিল ২০১৫

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা  করলেন বিদায়ী  জাপানী রাষ্ট্রদূত

বিডিনিউজ ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। তিনি শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে তিনি কূটনীতিক হিসাবে থাইল্যান্ডে যাবেন । প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেন, ‘বিদায়ী জাপানী রাষ্ট্রদূত বলেছেন, গত চার বছর তিনি বাংলাদেশে অত্যন্ত ভাল সময় কাটিয়েছেন। তিনি খুব কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্র্যাটেজিক ও ডায়নামিক নেতৃত্ব দেখেছেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে।’ শেখ হাসিনার সময় বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের আতিথেয়তায় নিজে মুগ্ধ এবং বাংলাদেশে জাপানের ব্যবসায়ীরাও ‘তৃপ্ত’ বলে জানিয়েছেন শিরো সাদোশিমা। চার বছরে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সবচেয়ে বড় বন্ধু জাপান।’ এজন্য জাপানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে নানা ধরনের সুবিধা দেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই জাপানের বিনিয়োগকারীদের জন্য দুটি অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া হয়েছে। জাপানে বাংলাদেশের রফতানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বিদায়ী রাষ্ট্রদূত।
×