ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় মিলশ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ০৪:২৯, ১২ এপ্রিল ২০১৫

ভালুকায় মিলশ্রমিকদের অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা থেকে জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠালীস্থ উসমান গ্রুপ অব কোম্পানির রাসেল সোয়েটার ফ্যাক্টরিতে বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে এবং নিয়মবহির্ভূত টাকা কর্তনের প্রতিবাদে শুক্রবার রাতে মিলগেটে বিক্ষোভ মিছিল ও শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিকরা জানান, রাসেল শোয়েটার মিলে সহস্রাধিক শ্রমিক কর্মরত। তাদের তিন মাসের বেতন বকেয়া। তাছাড়া একদিন অনুপস্থিত থাকলে মিল কর্র্তপক্ষ বেতন থেকে ৬০০-৭০০ টাকা কর্তন করে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে ২ হাজার থেকে ৪ হাজার টাকায় বহু শ্রমিক কাজ করে আসছেন। এ ব্যাপারে বার বার কর্তৃপক্ষকে জানানোর পরও তাদের দাবি আমলে না নেয়ায় বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকে তারা মিলগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং রাতব্যাপী মিলগেটেই অবস্থান করে। তারপরও কর্তৃপক্ষ তাদের আন্দোলনের প্রতি তোয়াক্কা না করায় শনিবার ভোর ৫ টা থেকে সকাল ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। এ ব্যাপারে কথা বলার জন্য মিলের জেনারেল ম্যানেজার (জিএম) সাইফুল ইসলামকে বার বার মোবাইলে চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
×