ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রতন সাজ্জালের জমি কেনা হলো না

প্রকাশিত: ০৫:০৯, ১১ এপ্রিল ২০১৫

রতন সাজ্জালের জমি কেনা হলো না

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ এপ্রিল ॥ রতন সাজ্জালের জমি ক্রয় করা হয়নি। বৃহস্পতিবার রাতে লাশ হয়ে বাড়ি ফিরেছেন। বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের বীরেন সাজ্জালের ছেলে রতন সাজ্জাল (৩০) ফরিদপুর জেলার ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বুধবার রাতে নিহত হয়েছে। বীরেন সাজ্জালের তিন ছেলে রতন, মনোজ ও বিপ্লব ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। রতন বাড়ি করার জন্য এক আত্মীয়ের দুই কাটা জমি ক্রয় করার জন্য বুধবার রাতে গাবতলী থেকে কুয়াকাটাগামী সোনারতরী পরিবহনে ওঠেন। ওই রাতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে রতনসহ আমতলীর তিনজন ও তালতলীর একজন যাত্রী নিহত হন। বৃহস্পতিবার রাতে রতনের লাশ বহনকারী গাড়ি পাতাকাটা গ্রামে পৌঁছলে ওইখানে শত শত জনতা ভীড় জমায় এবং স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। রাতেই পারিবারিক শ্মশান ঘাটে তাঁর লাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। পুত্রহারা বাবা বীরেন সাজ্জাল কান্না জড়িত কণ্ঠে বলেন, “মোর পোলাডার আর জায়গা কিন্না ঘর উডাইন্না অইলো না। জায়গা কিনার জন্য বাড়ি আইতেছিল কিন্তু বাস ওরে জীবিত আইতে দিলো না, ও বাড়ি আইছে লাশ অইয়া।”
×