ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান উপভোগ্য সিরিজ হবে ॥ সরফরাজ

প্রকাশিত: ০৫:৫১, ১০ এপ্রিল ২০১৫

বাংলাদেশ-পাকিস্তান উপভোগ্য সিরিজ হবে ॥ সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র কয়েকটা দিন। ১৩ এপ্রিল বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান দল নিয়ে সবারই অসন্তোষ রয়েছে। তবে দলকে এগিয়ে নিয়ে যেতে চান পাকিস্তানের ওয়ানডে ও টি২০ দলের সহঅধিনায়ক সরফরাজ আহমেদ। বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক আজহার আলীর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আশা করি দলকে আমরা এগিয়ে নিয়ে যাব।’ মিসবাহ উল হক ও শহীদ আফ্রিদি আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না। তরুণ দলটিকেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে, এক টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ দিয়েই নতুনভাবে শুরু করছে পাকিস্তান। সেই পথ চলায় এখন কতদূর এগিয়ে যেতে পারে পাকিস্তান, তাই দেখার বিষয়। অবশ্য সরফরাজ বলছেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি। সহঅধিনায়ক হয়েছি। এ দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’ বাংলাদেশ সফরে দলের পারফর্মেন্স নিয়ে খুব আশাবাদী বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে এবার একমাত্র সেঞ্চুরি করা উইকেটরক্ষক সরফরাজ, ‘জানি তারা (মিসবাহ ও আফ্রিদি) দলের মেরুদ-। কিন্তু যারা তাদের পরিবর্তে এসেছে তারাও প্রমাণ করবে। তাদের পরিবর্তে স্থান পাকাপোক্ত করার চেষ্টা করবে।’ সঙ্গে বাংলাদেশ নিয়ে জানান, ‘বাংলাদেশ অনেক ভাল নৈপুণ্য দেখানো দল। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে। তারা (বাংলাদেশ) সবসময়ই দেশের মাটিতে ভাল খেলে। তাদের সমীহ করেই এগিয়ে যেতে হবে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’ সরফরাজ যখন এমন আশার বাণী শোনাচ্ছেন, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনায় মুখ উইকেটরক্ষক কামরান আকমল। ছোট ভাই উমর আকমলকে আসন্ন বাংলাদেশ সফরের দল থেকে বাদ দেয়ায় এ সমালোচনা করছেন। আর এমন সমালোচনা করায় হয়ত নিজের জাতীয় দলে ফেরার পথটাই দীর্ঘায়িত করে দিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। উমরকে দল থেকে বাদ দেয়ায় পিসিবির টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। আচরণগত সমস্যার কারণে উমর আকমল ও আহমেদ শেহজাদকে কিছুদিনের জন্য জাতীয় দলের বাইরে রাখার পরামর্শ দেন পাকিস্তানের মিসবাহ উল হক ও কোচ ওয়াকার ইউনিস। সেই অনুযায়ী আসন্ন বাংলাদেশ সফরের তিন ফরম্যাটের দল থেকেই বাদ দেয় পিসিবি। শেহজাদ শুধু টি২০’র দলে জায়গা পান। পাকিস্তানের ‘দ্য ডন’কে দেয়া এক সাক্ষাতকারে উমর আকমল জানান, ‘অক্রিকেটীয়’ কারণে তার ছোট ভাই উমর আকমলের ক্রিকেট ক্যারিয়ার ‘ধ্বংস’ হতে যাচ্ছে। তিনি বলেন, ‘উমর সব সময় নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়। তবে সে যদি শৃঙ্খলা-বহির্ভূত কিছু করে থাকে তবে কোচ ও টিম ম্যানেজম্যান্টের উচিত ছিল তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা দেয়া এবং তাদের এটা বোঝানো যে তারা যা করছে সেটি ভুল।’
×