ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫:৪৪, ১০ এপ্রিল ২০১৫

জাতীয় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘প্রযুক্তি দিয়ে করব কৃষি, সুখে থাকব দিবানিশি’ এ সেøাগান নিয়ে বাংলাদেশের কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ও নিরাপদ খাদ্য উৎপাদনে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি বিষয়ক প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ফার্মগেটের আ. কা. মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম চত্বরে শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় কৃষি প্রযুক্তি মেলা- ২০১৫। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় ভট্টাচার্য, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ), কৃষি মন্ত্রণালয়। এজেডএম মমতাজুল করিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতর; আবদুর রৌফ, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয় ও মনজুরুল আনোয়ার, যুগ্ম প্রধান, পরিকল্পনা উইং, কৃষি মন্ত্রণালয়। মেলায় সরকারী-বেসরকারী ২৬ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে সরকারী প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে সিজিআইএআর, এসিআই ও প্র্যাকটিক্যাল এ্যাকশন যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। Ñবিজ্ঞপ্তি
×