ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মবিভূষণ গ্রহণ করলেন করিম আগা খান

প্রকাশিত: ০৫:৩৬, ১০ এপ্রিল ২০১৫

পদ্মবিভূষণ গ্রহণ করলেন করিম  আগা খান

প্রিন্স করিম আগা খান বুধবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণ গ্রহণ করেছেন। এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর এক অনুষ্ঠানে ঐ পদক আগা খানের হাতে তুলে দেন। আগা খান এখন ভারতে রয়েছেন। মঙ্গলবার প্রিন্স করিম আগা খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেন। এক সরকারী তথ্য বিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আগা খান ফাউন্ডেশনের কাজের বিশেষ করে গ্রামীণ উন্নয়ন ও পয়ঃনিষ্কাশন কাজের প্রশংসা করেন। তিনি বলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার তাদের কাজ প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। মোদি তাঁর ‘স্বচ্ছ ভারত’ ও ‘গঙ্গা পুনরুজ্জীবন’ প্রকল্পে আগা খান ফাউন্ডেশনকে প্রধান ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মেয়ে শিশুদের জন্য টয়লেট তৈরিতে ফাউন্ডেশনের অংশগ্রহণ কামনা করেন। প্রিন্স করিম আগা খান বলেন, তিনি পদ্মবিভূষণ পদক গ্রহণ করে নিজেকে সম্মানিত মনে করছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
×