ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ভেনিজুয়েলার পাশে থাকছে কিউবা

প্রকাশিত: ০৫:৩৬, ১০ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ভেনিজুয়েলার পাশে থাকছে কিউবা

কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলেও ভেনিজুয়েলার পাশে থাকার দৃঢ়তা ব্যক্ত করেছেন দেশের ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াস-ক্যানেল। আঞ্চলিক শীর্ষ বৈঠকের প্রাক্কালে ওয়াশিংটনের ভেনিজুয়েলা নীতির সমালোচনা করে তিনি এ কথা বলেন। খবর ওয়েবসাইটের। ওয়াশিংটনের গত মাসে ভেনিজুয়েলাকে এক জাতীয় নিরাপত্তাগত হুমকি বলে ঘোষণা দেয়ার এবং ৭ ভেনিজুয়েলীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মিগুয়েল ডায়াস-ক্যানেল। কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর স্পষ্টত উত্তরাধিকারী ডায়াস-ক্যানেল হাভানায় সাংবাদিকদের বলেন, কারও এরকম মনে করা ঠিক হবে না যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কোন প্রক্রিয়ায় ভেনিজুয়েলার জন্য কিউবার সমর্থন শর্তসাপেক্ষ হয়ে পড়বে। তিনি বলেন, তারা যদি ভেনিজুয়েলা আক্রমণ করে তবে সে আক্রমণ হবে কিউবার বিরুদ্ধে। প্রয়াত ভেনিজুয়েলীয় নেতা হুগো শ্যাভেজের সময় থেকে ভেনিজুয়েলা কিউবার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দাতা দেশ।
×