ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোস্টমাস্টার গ্রেফতার

সাতক্ষীরায় ৯৩ লাখ টাকা লোপাট, গ্রাহকরা আতঙ্কে

প্রকাশিত: ০৪:০৬, ৯ এপ্রিল ২০১৫

 সাতক্ষীরায় ৯৩ লাখ টাকা লোপাট, গ্রাহকরা আতঙ্কে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ নলতা ও দেবহাটা পোস্টঅফিস থেকে গ্রাহকদের সঞ্চিত ৯৩ লাখ টাকা লোপাট করা হয়েছে। জালিয়াতি ও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে এ টাকা লোপাট করা হয়। প্রাথমিক তদন্তে লোপাটের সঙ্গে জড়িত অভিযোগে নলতা পোস্টমাস্টার নজরুল ইসলামকে মঙ্গলবার রাতে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় দুটি পোস্ট অফিসের কয়েক হাজার গ্রাহকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রাহকরা সঞ্চিত টাকার অবস্থা জানতে পোস্টঅফিস দুটিতে ভিড় জমাচ্ছেন। অনেকে টাকা তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। দেবহাটা পোস্টঅফিস শাখার মাস্টার নজরুল ইসলাম ২৯ মার্চ কালীগঞ্জের নলতা শাখায় যোগদান করেন। ৩ এপ্রিল নলতা শাখায় গ্রাহকদের নগদ জমার ২৫ লাখ টাকা আত্মসাত করায় হিসাবের গড়মিল ধরা পড়ে। নজরুল ইসলামের দেবহাট শাখায় কার্যক্রম তদন্ত করতে গিয়ে ৬৮ লাখ টাকা জালিয়াতির ঘটনাও ধরা পড়ে। প্রাথমিক তদন্তে দেবহাটা পোস্টঅফিসে গ্রাহকদের কেনা সঞ্চয়পত্রের ৫৬ লাখ টাকা লোপাটের তথ্য মেলে। একইসঙ্গে এই শাখায় গ্রাহকদের পাসবই এর মাধ্যমে জমানো ১২ লাখ টাকা ভুয়া ও জাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের ঘটনাটিও ধরা পড়েছে। খুলনা বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আমিনুর রহমান বলেন, আত্মসাতের টাকার পরিমাণ আরও বাড়তে পারে।
×