ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মহিউদ্দিনের

প্রকাশিত: ০৪:০৬, ৯ এপ্রিল ২০১৫

চট্টগ্রামে প্রিমিয়ার  বিশ্ববিদ্যালয় নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ মহিউদ্দিনের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ এনে এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পত্র দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে গত ৬ এপ্রিল প্রদত্ত এক চিঠিতে এ বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়ে নবনির্মিত ক্যাম্পাসের অনুমোদিত নক্সা আছে কিনা এবং তা থাকলে তিন দিনের মধ্যে জমা দেয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। একটি বেসরকারী প্রপার্টিজ কোম্পানির অভিযোগের ভিত্তিতে এ নোটিস দেয়া হয়েছে বলে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের চিঠি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হস্তগত হয়েছে চউকের অথরাইজড বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরের ৪৫ দিন পর। চিঠিটি পেয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন এবং বৈঠক শেষে তিনি চউকের প্রতি এ চিঠি অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানান। বুধবার চউক বরাবরে প্রেরিত পত্রে মহিউদ্দিন চৌধুরী জানান, এ ধরনের চিঠি সম্পূর্ণ বেআইনী, অবৈধ, অনভিপ্রেত ও অনধিকার চর্চার শামিল। ক্যাম্পাসটি পরিপূর্ণ একটি ক্যাম্পাসে পরিনত করা হয়েছে। অথচ ওই অথারাইজড অফিসার এটিকে দুটি সেমি পাকা ঘর উল্লেখ করে। যা পরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ। তিনি জানান, গত প্রায় দু’মাস পূর্বে স্বাক্ষরিত ওই অথরাইজড অফিসারের নোটিসটি ষড়যন্ত্রমূলক তৎপরতার একটি। কারণ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দফতর থেকে অনতিদূরে অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়স্থ প্রধান ক্যাম্পাসে এই চিঠি পৌঁছাতে প্রায় দু’মাস সময় লাগার কথা কখনও মেনে নেয়া যায় না।
×