ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৩:৫৪, ৯ এপ্রিল ২০১৫

যশোরে ভ্রাম্যমাণ  আদালতের অভিযানে  অবৈধ স্থাপনা  উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এইচএমএম রোডের ১৬ শতক ওয়াকফ জমির ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ওই জমিতে বসবাসকারী ১৪-১৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম বলেন, শহরের এইচএমএম রোডে বাংলাদেশ ওয়াকফ এস্টেটের ১৬ শতক জমি রয়েছে। ওয়াকফ সম্পত্তির মতুয়ারলি এমএ কুদ্দুস বকুল হাইকোর্টে আবেদন করেন বেদখল জমি উদ্ধারের জন্য। এরপর আদালত জেলা প্রশাসককে অবৈধ স্থাপন উচ্ছেদ ও দখলমুক্ত করার আদেশ দিয়েছেন। তবে জমির মালিকানা রাজিবুল ইসলাম দাবি করেন, তারা ষাটের দশকে ওই জমির তিন শতক ক্রয় করেছিলেন। আরও কয়েকজন বাকি জমি ক্রয় করেন। জমি ক্রয়ের দলিল তাদের কাছে। কিন্তু এখন ওই জমির উত্তরসূরী এমএ কুদ্দুস বকুল বিক্রির বিষয়টি অস্বীকার করছেন। কাগজপত্র থাকার পরও বিনা নোটিসে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে।
×