ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭৭ ভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৬:২৮, ৮ এপ্রিল ২০১৫

৭৭ ভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও সূচকের বড় ধরনের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও পুরনো ভাল মৌলের শেয়ারের প্রতি আগ্রহ কমেছে। মূলত বিনিয়োগকারীদের কিছুটা অসাবধানতার কারণেই দিনটিতে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রায় ৭৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এ কারণে সেখানকার সার্বিক সূচকের পতন ঘটেছে ১ শতাংশের বেশি। একই ভাবে সব ধরনের সূচকই কমেছে সমভাবে। তবে বাছাই তালিকাভুক্ত কোম্পানিগুলোর দর কিছুটা কম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। সেখানেও সব ধরনের সূচকই কমেছে। উল্লেখ্য, গত বুধবার থেকে একটানা পতনের ধারা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। এই পাঁচ দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ৪ হাজার ৫৩০ পয়েন্ট থেকে নেমে গেছে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে। তবে ডিএসইতে লেনদেন বেড়েছে সামান্য। এদিন ডিএসইতে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি। সোমবার এ বাজারে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে। এদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, শাশা ডেনিমস, ইউনিক হোটেল এ্যান্ড ট্যুরিজম, ফার্মা এইড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি এবং স্কয়ার ফার্মা। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড, ফার্মা এইড, আইএফএলএসএল মিউচুয়াল ফান্ড, এ্যামবে ফার্মা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এসিআই ফর্মুলেশন, এসিআই, রূপালী লাইফ ও ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ প্রাইম টেক্স, সুহৃদ ইন্ড্রাস্টিজ, ইউনিয়ন ক্যাপিটাল, সমাতা লেদার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, সাফকো স্পিনিং, আরডি ফুডস ও বিচ হ্যাচারী।
×