ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে হেলে পড়েছে সাততলা আবাসিক ভবন ॥ ধসে পড়ার আশঙ্কা

প্রকাশিত: ০৮:৩৩, ৭ এপ্রিল ২০১৫

কেরানীগঞ্জে হেলে পড়েছে সাততলা আবাসিক ভবন ॥ ধসে পড়ার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৬ এপ্রিল ॥ দক্ষিণ কেরানীগঞ্জের তৈলঘাটসংলগ্ন রউফনগরের সোমবার সন্ধ্যায় একটি সাততলা আবাসিক ভবন সামান্য হেলে পড়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলামসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে সিলগালা করে দেন। ফায়ার সার্ভিসকর্মী শামীম জানান, ভবনটা ঝুঁকিপূর্ণ বিধায় বাসিন্দাদের ভবন থেকে নামিয়ে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে আরও উদ্ধার কর্মী চাওয়া হয়েছে। ভবনটির ১৭ ইউনিটে পাঁচ শতাধিক মানুষ বসবাস করে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির মালিক নজরুল ইসলাম ঘটনার পরই মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছে।
×