ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৭, ৭ এপ্রিল ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য ১. কোন শব্দটি ‘চুক্ষু’ –এর সমার্থক নয়? ক) নেত্র খ) আঁখি গ) নিবিড় ঘ) লোচন ২.‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে? ক) মীর মশাররফ হোসেন খ) মুনীর চৌধুরী গ) বুদ্ধুদেব বসু ঘ) দ্বিজেন্দ্রলাল রায় ৩.‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মুহম্মদ আবদুল হাই গ) সৈয়দ মুজতবা আলী ঘ) রাজশেখর বসু ৪.‘ছাড়পত্র’ কাব্যটি কার রচনা? ক) সুকান্ত ভট্টাচার্য খ) কাজী নজরুল ইসলাম গ) মহাদেব সাহা ঘ) আল মাহমুদ ৫.‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে? ক) কানা হরিদত্ত খ) বিজয় গুপ্ত গ) নারায়ণ দেব ঘ) বিপ্রদাস পিপলাই ৬.‘ ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কোনটি? ক) বর্ধিষ্ণু খ) বর্ধমান গ) বৃদ্ধিপ্রাপ্ত ঘ) বৃহৎ ৭.মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি ? ক) ১৫টি খ) ১২টি গ) ৯টি ঘ) ৮টি ৮.‘হ্ম’-এর বিশ্লিষ্ট রূপ কোনটি ক) ক+ ষ+ন খ) ক+হ+ম গ) হ+ম ঘ) ম+হ ৯.‘অপলাপ’ শব্দের অর্থ কী? ক) প্রলাপ খ) অস্বীকার গ) অসদালাপ ঘ) মিথ্যা ১০.সঠিক বানান কোনটি? ক) আকাক্সক্ষা খ) আকাংখা গ) আকাঙ্গা ঘ) আকাঙ্খা ১১.সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? ক) কর্তায সপ্তমী খ) অপাদানে চতুর্থী গ) কর্মে শূন্য ঘ) অধিকরণে সপ্তমী ১২.‘যিনি ভালো ব্যাকরণ জানেন’ তিনি- ক) ব্যাকারণ বিশেষজ্ঞ খ) ব্যাকরণবিদ গ) বৈয়াকরণ ঘ) বৈয়াকরণিক ১৩.‘দিন ও রাতের সন্ধিক্ষণ’-এক কথায় কি হবে? ক) সায়াহ্ন খ) অপরাহ্ন গ) সন্ধ্যা ঘ) গোধূলি ১৪.‘সূর্য’ –এর সমার্থক শব্দ নয়- ক) প্রভাকার খ) সুধাকর গ) দিবাকর ঘ) রবি ১৫.কোনটি শুদ্ধ বানান? ক) ভাগিরথি খ) ভাগিরথী গ) ভাগীরথী ঘ) ভাগীরথি ১৬.‘বায়স’ শব্দের অর্থ কি? ক) কোকিল খ) ফিঙে গ) বৃদ্ধ ঘ) কাক ১৭.কোন্ কবিকে ভোরের পাখি’ বলা হয়? ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত খ) বিহারীলাল চক্রবর্তী গ) বিষ্ণু দে ঘ) আল মাহমুদ ১৮. ১৯২৩ সালে প্রকাশিত পত্রিকা কোনটি? ক) কালিকলম খ) সবুজ পত্র গ) কল্লোল ঘ) শিখা ১৯.রাজা রামমোহন রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? ক) মাতৃভাষা ব্যাকরণ খ) গৌড়ীয় ব্যাকরণ গ) মাগধী ব্যাকরণ ঘ) ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ২০.কোন ধরনের কাব্যকে ‘জঙ্গনামা’ বলা হয়? ক) নীতিকাব্য খ) প্রণয়-কাব্য গ) যুদ্ধকাব্য ঘ) শোক গাঁথা ২১.‘যা চেটে খাওয়ার যোগ্য’- ক) চোষ্য খ) চর্য্য গ) লেহ্য ঘ) পেয় ২২.‘যদ্যপি আমার গুরু’ –কার রচনা? ক) হুমায়ুন আজাদ খ) আহ্মদ ছফা গ) আলাউদ্দিন আল আজাদ ঘ) হুমায়ুন আহমেদ ২৩.টপ্পা কী? ক) এক ধরনের গান খ) বিশেষ ধরনের খেলা গ) এক ধরনের বাদ্যযন্ত্র ঘ) নাচের মুদ্রা ২৪.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? ক) ১৮০১ সালে খ) ১৮০২ সালে গ) ১৮৩৫ সালে ঘ) ১৮৫৭ সালে ২৫.‘চাচা কাহিনী’র লেখক কে? ক) শওকত ওসমান খ) ভাঁড়ুদত্ত গ) সৈয়দ মুজতবা আলী ঘ) বিষ্ণুদে উত্তর: ১.গ ২.খ ৩.গ ৪.ক ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.গ
×