ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিওএর আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

প্রকাশিত: ০৬:০৭, ৭ এপ্রিল ২০১৫

বিওএর আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

স্পোর্টস রিপোর্টার ॥ জাতিসংঘের নির্দেশনায়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এ্যান্ড পিস’ দিবস সোমবার পালন করা হয় বাংলাদেশেও। দিবসটি পালনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রেসিডেন্ট থমাস বেচ বিশ্বের সব অলিম্পিক কমিটিকে অনুরোধ জানান। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য জনগণের কাছে তুলে ধরা ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালনের কথা বলেন তিনি। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হ্যান্ডবল মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি ও দিবসটি আয়োজনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক শেখ বশির আহমেদ, বিওএর সহসভাপতি হারুনুর রশীদ, উপ-মহাসচিব বাদল রায়, বিওএর নির্বাহী সদস্য এম এ কুদ্দুস খান, উইং কমান্ডার এম রফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা এবং বিওএর নির্বাহী সদস্য কামরুন নাহার ডানা, বিভিন্ন ফেডারেশন ও এ্যাসোসিয়েশনের খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তা, ক্রীড়া সংশিষ্ট ব্যক্তিবর্গ, বিওএর সদস্য এবং কমিটির সদস্য সচিব মোঃ আহমেদুর রহমান উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি হ্যান্ডবল স্টেডিয়াম থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এ্যাভিনিউ হয়ে অলিম্পিক ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিওএ ভবনের সম্মুক্ষে জাতীয় সঙ্গীতের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা, জাতিসংঘের পতাকা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিওএর পতাকা উত্তোলন করা হয়। পরবর্তিতে বিকেলে বিওএ ডাচ্ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে দিবসটি আয়োজন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহসভাপতি শেখ বশির আহমেদ, মিসেস রাফিয়া আখতার ডলী, উপ-মহাসচিব বাদল রায়, কমিটির সদস্য সচিব মোঃ আহমেদুর রহমান বাবলু। সেমিনারে বিষয়বস্তু পাঠ করেন মোঃ মাহফুজুর রহমান সিদ্দিকী ও অনুষ্ঠান পরিচালনা করেন উইং কমান্ডার এম রফিকুল ইসলাম।
×