ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধান বেল্লাল নিহত

প্রকাশিত: ০৫:৫০, ৭ এপ্রিল ২০১৫

বাগেরহাটে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধান বেল্লাল নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু বেল্লাল বাহিনীর প্রধান বেল্লাল ফরাজী নিহত ও তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোররাতের দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন সোনাতলা পানিরঘাট গ্রামের জনৈক হাবিব হাওলাদারের বাগানে এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল ফরাজী (৩৭) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের খোকন ফরাজীর ছেলে ও আহত ফরহাদ মুন্সী (৩৬) একই উপজেলার বারুইখালী গ্রামের মকবুল মুন্সীর ছেলে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, একটি একনালা ও একটি দোনালা বন্দুক ও ৫শ’ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি। বাহিনীপ্রধান বেল্লাল নিহত হওয়ার খবরে সুন্দরবনের জেলে-বাওয়ালীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, ‘সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান বেল্লাল ফরাজী ও তার সহযোগীরা শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার হাবিব হাওলাদারের পরিত্যক্ত বাগানে সুন্দরবনে প্রবেশ করার জন্য আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযানে যায়। এ সময় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০-২৫ মিনিট গুলিবিনিময় চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে যৌথবাহিনী সেখানে তল্লাশি চালিয়ে বাহিনীর প্রধান বেল্লাল ও তার সহযোগী ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেল্লালকে মৃত বলে ঘোষণা করেন। আহত ফরহাদের ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের পাঁচ শ’ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×