ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করবে ঢাবি

প্রকাশিত: ০৮:০৩, ৬ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করবে ঢাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রকল্প এখন একসঙ্গে গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মসূচী বাস্তবায়িত করবে, যা সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদফতরের সেবাসমূহ জনগণের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার, প্রকল্পের পলিসি উপদেষ্টা আনিস চৌধুরী, ইউএনডিপির এসিসট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, নীল দলের আহ্বায়ক অধ্যাপক মোঃ আবদুল আজিজ, অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা নূর উদ্দিন সেলু প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রকে ধীরে ধীরে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নি করার সুযোগ পাবেন। এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে সরাসরি কাজ করে যাবে।
×