ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাবির দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে স্থানীয়রা

প্রকাশিত: ০৫:১২, ৬ এপ্রিল ২০১৫

রাবির দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে স্থানীয়রা

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে নগর বনায়ন প্রকল্পের দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে স্থানীয়রা। শনিবার ঝড়ের পর রাতে এ ঘটনা ঘটে। কেটে নেয়া গাছের দাম প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্পের সেকশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। জানা যায়, বন সম্প্রসারণ বিভাগ রাজশাহীর অধীনে ‘নগর বনায়ন প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৯-২০০০ সালে রাবি ক্যাম্পাসের পূর্বদিকে সুইপার কলোনী সংলগ্ন এলাকায় প্রায় ১০ হাজার গাছ লাগানো হয়। প্রায় ৫০ বিঘা এলাকাজুড়ে বর্তমানে গাছের সংখ্যা প্রায় ৯৭ হাজার। প্রকল্পটি সামাজিক বনায়নে দুই বার জাতীয় পুরষ্কার পেয়েছে। বন প্রকল্পে দায়িত্বরত প্রহরী শফিকুল, রমজান, লালচাঁদ ও আক্কাস জানান, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালবৈশাখী ঝড়ে ক্যাম্পাস ও বন প্রকল্পের বেশ কিছু গাছের ডালপালা ভেঙে যায়। পুরো ক্যাম্পাসে প্রায় অর্ধশত গাছ উপড়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় শতাধিক মানুষ ক্যাম্পাসে প্রবেশ করে রাতভর বন প্রকল্পের প্রায় ২০০ গাছ কেটে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত প্রহরীরা তাদের বাধা দেয়। কিন্তু স্থানীয় মানুষদের কাছে থাকা বিভিন্ন গাছ কাটার ধারালো অস্ত্র দেখে তারা খুব একটা বাধা দিতে পারেনি। তারা রবিবার সকালে বিষয়টি ক্যাম্পাসের কৃষি প্রকল্পের কর্মকর্তাদের জানায়। কৃষি প্রকল্পের কর্মকর্তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে রবিবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে তাড়িয়ে দেন। এদিকে রবিবার দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকা থেকে তিনটি গরুর গাড়ি বোঝাই গাছের কা- উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দল সেখানে গিয়ে গাছগুলো উদ্ধার করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের অন্তত দুইশ গাছ লুটপাট করে নিয়ে গেছে।
×