ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দৈনন্দিন বিজ্ঞান

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:০৮, ৬ এপ্রিল ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। পাকা কমলায় থাকে- ক) অ্যামাইল অ্যাসিটেট খ) ইথাইল অ্যাসিটেট গ) অকটাইল অ্যাসিটেট ঘ) কোনটিই নয় ২। বায়োগ্যাসের প্লান্টে গোবর ও পানির অনুপাতÑ ক) ১ঃ২ খ) ২ঃ৩ গ) ৩ঃ৪ ঘ) ৪ঃ৫ ৩। ধানের বাদামী রোগের কারণÑ ক) ভাইরাস খ) ব্যাকটেরিয়া গ) ছত্রাক ঘ) কোনটিই নয়। ৪। লোহিত রক্তকণিকার আয়ুষ্কালÑ ক) ১০০দিন খ) ৯০দিন গ) ১১০দিন ঘ) ১২০দিন ৫। মানুষের মস্তিষ্কের ওজন ক) ১.২০কেজি খ) ১.৩৬ কেজি গ) ১.৬০কেজি ঘ) ১.৮০কেজি ৬। কর্মক্ষম ব্যক্তির ন্যূনতম দৈনিক কতগ্রাম আমিষ প্রয়োজন? ক) ৪৫গ্রাম খ) ৫৫ গ্রাম গ) ৬৫ গ্রাম ঘ) ৮০ গ্রাম ৭। ডিপথেরিয়ার জীবাণু আবিষ্কার করেনÑ ক) জেনার খ) জোনাস সক গ) সিজচিক ঘ) কোনটিই নয় ৮। ভিটামিন ই এর অপর নামÑ ক) রেটিনল খ) টেকোফেরল গ) ক্যালসিফেরন ঘ) কোনটিই নয় ৯। মানব শরীরের শতকরা কতভাগ ধাতব লবণ দ্বারা গঠিত? ক) ৩ ভাগ খ) ৪ ভাগ গ) ৫ ভাগ ঘ) ৬ ভাগ ১০। ভিটামিন বি১ এর অপর নাম কী? ক) থায়ামিন খ) রিবোফ্লবিন গ) পাইরিডক্সিন ঘ) সায়ানো কোবালামিন ১১। শর্করার স্বল্পতার জন্য কী রোগ হয়? ক) কোয়ারশিকর খ) বেরিবেরি গ) কিটোসিস ঘ) স্কার্ভি ১২। মানবদেহের সবচেয়ে ছোট কোষ কোনটি? ক) শ্বেতকণিকা খ) স্নায়ুকোষ গ) অনুচক্রিকা ঘ) কোনটিই নয়। ১৩। প্রোটোপ্লাজমে পানির পরিমাণÑ ক) ৬৫ থেকে ৯৫ ভাগ খ) ৭০ থেকে ৯০ ভাগ গ) ৬৫-৮০ ভাগ ঘ) ৭৫-৯৫ভাগ ১৪। নিউক্লিয়াস থাকে নাÑ ক) পেশী কোষ খ) লোহিদ কণিকায় গ) অনুচক্রিকায় ঘ) খ ও গ উভয়ই ১৫। উদ্ভিদ দেহে কত ধরনের কোষ বিভাজন ঘটে? ক) ২ ধরনের খ) তিন ধরনের গ) চার ধরনের ঘ) পাঁচ ধরনের ১৬। ফুলের রং নীল হয়Ñ ক) জ্যান্থোফিলের কারণে খ) ক্যারোটিনের কারণে গ) সায়ানিনের কারণে ঘ) কোনটিই নয় ১৭। অপত্য কোষের ক্রোমাজোম মাতৃকোষের দ্বিগুণ হয় কোন প্রক্রিয়া? ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) কোনটিই নয় ১৮। ধান গাছে ক্রোমজোমের সংখ্যা ক) ২২টি খ) ২৪টি গ) ২৬টি ঘ) ১২৬০টি ১৯। ওয়াটসন ক্রীক উঘঅ আবিষ্কার করেন কত সালে? ক) ১৯৪৫ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৩ সালে ঘ) ১৯৫৭ সালে ২০। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিব নয়? ক) গরান খ) গেওয়া গ) কেওড়া ঘ) শাল ২১। পরাশ্রয়ী উদ্ভিদকে বলা হয়Ñ ক) জেরোফাইট খ) হাইড্রোফাইট গ) ইপিফাইট ঘ) হ্যালোফাইট ২২। এক বীজপত্রী উদ্ভিদ কোনটি? ক) ধান খ) আম গ) জাম ঘ) কাঁঠাল ২৩। সালোকসংশ্লেষণের অত্যানুকুল তাপমাত্রা হচ্ছে- ক) ২২০-৩৫০ সে. খ) ২০০-৩৫০ সে. গ) ৩০০-৩৫০ সে. ঘ) ১৫০-২৫০ সে. ২৪। একটি আদর্শ ফুলের কতটি অংশ থাকে? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ২৫। একটি আর্দশ ফলের কতটি অংশ থাকে? ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ)৩টি উত্তর: ১.গ ২.ক ৩.গ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.গ ৮.খ ৯.খ ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.ঘ ২১.গ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.ঘ
×