ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচী ও মশাল মিছিল

প্রকাশিত: ০৮:২৯, ৪ এপ্রিল ২০১৫

শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচী ও মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার বলেছেন, ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারীদের ধরতে তৃতীয় লিঙ্গের কয়েকজন সহায়তা করেছিল। অপরদিকে অভিজিত হত্যাকা-ের সময় ঘটনাস্থলের খুব কাছেই পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা হত্যাকারীদের ধরতে ব্যর্থ হয়। এ থেকে এটিই প্রমাণ হয়, পুলিশ বাহিনী তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মঞ্চের পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচী এবং মশাল মিছিলের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরপর একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে আবার শাহবাগ গিয়ে শেষ হয়। যুদ্ধাপরাধী কামারুজ্জামানসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকর, ব্লগার বাবুর এবং বিজ্ঞানমনস্ক লেখক, ব্লগার অভিজিত হত্যাকারীদের দ্রুত বিচার এই তিন দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় ইমরান আরও বলেন, পুলিশ সাধারণ মানুষের টাকায় চলে। এই সাধারণ মানুষ যখন তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায় করতে আন্দোলন করে, তাদের দমন করতে এই পুলিশই বিনা কারণে লাঠিচার্জ করে। ব্লগার অভিজিত রায় ও রাজিব হায়দার হত্যার পর আনসারুল্লাহ বাংলা টিম এই হত্যাকা-ের দায় স্বীকার করলেও আদালত তাদের বিচারের আওতায় নিয়ে না এসে, জামিন দিয়ে দিচ্ছে। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিষয়ে বলেন, আদালত এই যুদ্ধাপরাধীর বিচারের রায় দিয়েছে। কিন্তু সরকার নানা অজুহাতে এই বিচারের রায় কার্যকর করতে কালক্ষেপণ করছে।
×