ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুগ্ধ মেসি

প্রকাশিত: ০৬:৪৮, ৪ এপ্রিল ২০১৫

মুগ্ধ মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি ভালই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। এ কারণে নিজ দেশ আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে পারেননি সাবেক রেকর্ড টানা চারবারের ফিফা সেরা ফুটবলার। রবিবার স্প্যানিশ লা লিগায় বার্সিলোনার হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়। এসব কারণে মেসিকে নিয়ে গুঞ্জন এখন চারদিকে। যা আর্জেন্টাইন অধিনায়ককে বেশ অস্বস্তিতে ফেলেছে। তবে নিজে খেলতে না পারলেও জাতীয় দলে সতীর্থদের পারফর্মেন্সে সন্তোষ জানিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের সেরা তারকা। মেসি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, পায়ের গোড়ালির ইনজুরির কারণে খেলতে না পারলেও আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচেই জিতেছে। সবাই খুব ভাল খেলেছে। দলের পারফর্মেন্সে আমি মুগ্ধ। দেশের হয়ে খেলতে না পারাটা আমার জন্য খুবই হতাশার ছিল। আশা করছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বার্সা ও জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে পারব। এ্যাঞ্জেল ডি মারিয়ার নেতৃত্বে দল সেরাটাই খেলেছে বলে মনে করেন তিনি। সেল্টা ভিগোর বিরুদ্ধে বার্সার হয়ে মেসি কি মাঠে নামতে পারবেন? এ নিয়ে এখনও আছে সংশয়। বৃহস্পতিবার অল্প সময়ের জন্য অনুশীলন করলেও মেসি নিজেই সংশয়টাকে আরও বাড়িয়ে দিয়েছেন। এখরও তার ডান পা ফেলার অবস্থায় আছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকা। তবে তার ক্লাব বার্সিলোনা আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে ওঠা মেসি পরের ম্যাচ থেকে খেলতে পারবেন। বার্সিলোনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে দলে নিতে কর ফাঁকি দিয়েছে বার্সিলোনা। দীর্ঘদিন ধরেই এই অভিযোগে অভিযুক্ত কাতালানরা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। কর ফাঁকি মামলায় অভিযুক্ত হয়েছে বার্সিলোনা। মাদ্রিদের এক কোর্টের প্রধান বিচারক পাবলু রুজ সরকারীভাবে শুক্রবার বলেছেন, নেইমারকে দলভুক্ত করিয়ে কর ফাঁকি দিয়েছে বার্সা। কোর্টের তরফ থেকে সরকারী বিবৃতিতে বলা হয়েছে, প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে বার্সিলোনা। বিচারপতি পাবলু রুজ রায় দিয়েছেন, ব্রাজিলীয় ফুটবলারকে (নেইমার) দলভুক্ত করতে গিয়ে কর ফাঁকি দিয়েছে বার্সিলোনা। কোর্টের রায়ে অভিযুক্ত হলেও বরাবরের মতো আবারও তা অস্বীকার করেছে বার্সিলোনা কর্তৃপক্ষ। বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আবার বলছি যে সব নিয়ম মেনেই নেইমারকে সই করানো হয়। কোর্টের রায়ের বিরুদ্ধে আপীল করা হবে বলেও জানিয়েছে তারা। নেইমার বিতর্ক উড়িয়ে আগামী ম্যাচগুলোয় মন দেয়া উচিত বলে জানিয়েছেন সার্জিও বসকুয়েটস। তিনি বলেন, আমরা এমন সব বিষয় শুনছি যা অজানা। ক্লাবের পক্ষ থেকে যা বলা হচ্ছে তার উপরেই ভরসা আছে। আমাদের কাজ ম্যাচে ভাল করে খেলা। সান্টোস থেকে নেইমারকে ৫৭ মিলিয়ন ইউরোতে দলভুক্ত করার কথা বলা হলেও বার্সিলোনা সদস্য ইয়র্ডি কেসের অভিযোগের ভিত্তিতে তার চেয়েও বেশি দাম দেয়া হয় নেইমারকে সই করানোর জন্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ৫৭ মিলিয়ন ইউরোর মধ্যে প্রায় ৪০ মিলিয়ন পায় নেইমারের বাবার ইমেজ ম্যানেজমেন্ট কোম্পানি ‘এন এ্যান্ড এন।’ যার কোন লিখিত প্রমাণ পাওয়া যায় না। এ কারণে ধারণা করা হয়, ব্রাজিলিয়ান অধিনায়ককে দলভুক্ত করানোর জন্য নাকি কয়েক বছর আগের থেকেই নেইমারের পরিবারকে টাকা দিতে শুরু করে বার্সিলোনা। সব মিলিয়ে যার অঙ্ক ছিল প্রায় ৫১ মিলিয়ন ইউরে। শুধু তাই নয়, ব্রিটিশ সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, সব কাগজপত্র পাওয়া গেলে হয়ত ফুটবলের ইতিহাসে নেইমারই সবচেয়ে দামী ফুটবলার হতেন। এই বিতর্কের জেরে বার্সা প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন সান্ড্রো রোসেল।
×