ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় ৩৭৬ কি.মি. পানির লাইন পুনর্স্থাপন ও সম্প্রসারণ কাজ শুরু হচ্ছে

প্রকাশিত: ০৬:১৩, ৩ এপ্রিল ২০১৫

ঢাকায় ৩৭৬ কি.মি. পানির লাইন পুনর্স্থাপন ও সম্প্রসারণ কাজ শুরু হচ্ছে

রাজধানীর দৈনিক পানির চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পর ঢাকা ওয়াসা এবার সরবরাহকৃত পানির গুণগতমান নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। ঢাকা ওয়াসার ‘পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্পের’ (ডিইএসডব্লিউএসপি) আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বর্তমানে ৬টি প্যাকেজের অধীনে ৬৪টি ডিএমএর (ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া) মাধ্যমে রাজধানীর ২০০০ কিলোমিটার পানির লাইন পুনর্স্থাপন ও সম্প্রসারণের কাজ চলছে। এই ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাস থেকে ঢাকা ওয়াসার মড্্স জোন-৬-এ (ফকিরাপুল, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা ও সংলগ্ন এলাকা) প্রায় ৩৭৬ কিলোমিটার পানির লাইন পুনর্বাসন ও সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। এ প্রকল্প সম্পন্ন হলে নতুন লাইন স্থাপনের মাধ্যমে পানির গুণগতমান নিশ্চিত করা সম্ভব হবে এবং ঢাকা ওয়াসার সিস্টেমলসও অনেকাংশে কমে আসবে। মঙ্গলবার ঢাকা ওয়াসা কার্যালয়ে আরএফএল প্লাস্টিক লিঃ (আরপিএল) ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ লিঃকে (সিআরএফজি) প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করে ঢাকা ওয়াসা একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি বিমান বাহিনীর ৪১তম এমওডিসি রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বাংলাদেশ বিমান বাহিনীর ৪১তম এমওডিসি রিক্রুটের (বিমান) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার বিমান বাহিনীর তত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমোডর মোঃ শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। রিক্রুটদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর মূল মন্ত্র হচ্ছে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’। -আইএসপিআর
×