ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৬, ২ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

১. কার দ্বারা প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়? ক) প্রাপক খ) প্রস্তুুতকারী গ) বাট্টাকারী প্রতিষ্ঠান ঘ) নোটারি পাবলিক ২. ২০১৩ সালের ৩০ শে জুন তারিখে মি. নোমানের ব্যবসায়ে ১৫,০০০ টাকা লাভ হলেও তিনি উক্ত তারিখের আগেই ১৭,০০০ টাকা উত্তোলন করেন। মি. নোমানের লাভের অতিরিক্ত উত্তোলনের ফলে- র. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম ব্যাহত হবে রর. মূলধন বৃদ্ধি পাবে ররর. মূলধন হ্রাস পাবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়- ক) ক্রয় চালান পাওয়ার পর খ) বিক্রয় চালান তৈরির পর গ) নির্দিষ্ট সময়ের ব্যাংক বিবরণী পাওয়ার পর ঘ) দেনাদারের নিকট হতে চেক পাওয়ার পর ৪. মূলধনের সুদ ধার্য না করলে মালিকানাস্বত্ব- র. বৃদ্ধি পাবে রর. হ্রাস পাবে ররর. অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫. কোনটি চলতি সম্পত্তি? ক) অগ্রিম বেতন খ) অগ্রিম শিক্ষানবিশ সেলামি গ) বকেয়া শিক্ষানবিশ ভাতা ঘ) বকেয়া ভাড়া ৬. প্রাকৃতিক সম্পদের মোট মূল্য নির্ণয়ে অন্তর্ভূক্ত- র. অর্জন ব্যয় রর. অনুসন্ধান ব্যয় ররর. উন্নয়ন ও পুনঃনির্মাণ ব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. জাবেদা বইয়ের কোন দুর্বলতার জন্য খতিয়ান বই সংরক্ষণ করা হয়? ক) ব্যবসায়ের ক্রয়, বিক্রয়, ব্যয়, পাওনা, দেনা ইত্যাদি জানা যায় না খ) ব্যবসায়ের সামগ্রিক ফলাফল জনা যায় না গ) ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি সহজতর হয় না ঘ) এক নজরে ব্যবসায়ের সকল হিসাবের জের জানা যায় না ৮. হিসাব সমীকরণের ফিস আর্থিক বিবরণীতে দেখানো হয় - ক) পরিচালন ব্যয় হিসাবে খ) অপরিচালন ব্যয় হিসাবে গ) পরিচালন আয় হিসাবে ঘ) আদৌ কোন হিসাবেই অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই ৯. অনাদায়ী পাওনা রেওয়ামিলের কোন পার্শ্বে বসে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) উভয় পাশে ঘ) বসবে না ১০. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়? ক) পূর্ণ প্রকাশ খ) ঐতিহাসিক মূল্য গ) রক্ষণশীলতা ঘ) সামঞ্জস্যতা ১১. করিমকে প্রদত্ত ৫,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো। দুঘরা নগদান বইতে কোথায় লিপিবদ্ধ হবে? ক) ডেবিট দিকে ব্যাংকের ঘরে খ) ডেবিট দিকে নগদ ঘরে গ) ক্রেডিট দিকে নগদ ঘরে ঘ) ক্রেডিট দিকে ব্যাংক ঘরে ১২. আধুনিক হিসাববিজ্ঞান পদ্ধতির তিনটি ′ঈ′ কী কী? ক) ঈড়ংঃ, ঈড়হংবৎাধঃরংস, ঈড়হংরংঃধহপু খ) ঈড়হপবঢ়ঃ, ঈড়হাবহঃরড়হ, ঈড়হংবৎাধঃংস গ) ঈড়ংঃ, ঈড়হপবঢ়ঃ, ঈড়হাবহঃরড়হ ঘ) ঈধঢ়রঃধষ, ঈড়হংরংঃধহপু, ঈড়হংবৎাধঃরড়হ ১৩. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় ব্যাংক বিবরণীর জেরের সাথে নিচের কোনটি যোগ করতে হবে? ক) ব্যাংকের সার্ভিস চার্জ খ) বকেয়া খরচসমূহ গ) টাকা নেই বলে ফেরত চেকসমূহ ঘ) ট্রানজিটে জমা ১৪. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? ক) কয়লা খনি খ) দালানকোঠা গ) সুনাম ঘ) ভূমি উন্নয়ন ১৫. চালানে কী কী বিষয় থাকে? র. পণ্যের পরিমাণ ও দর রর. মূল্য পরিশোধের শর্ত ররর. ক্রেতা ও বিক্রেতার নাম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২,০০০ টাকা। সমন্বিত ক্রয় কত? ক) ৬২,০০০ টাকা খ) ৬০,০০০ টাকা গ) ৫৮,০০০ টাকা ঘ) ৫২,০০০ টাকা ১৭. একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণকারী ব্যবসায়ের হিসাবকাল শেষে আর্থিক অবস্থা জানার জন্য কোন বিবরণী প্রস্তত করে? ক) বৈষয়িক বিবরণী খ) বিশদ আয় বিবরণী গ) লাভ-লোকসান বিবরণী ঘ) মালিকানাস্বত্ব বিবরণী ১৮. প্রদেয় হিসাব কোন হিসাবের অন্তর্ভুক্ত? ক) সম্পদ হিসাব খ) দায় হিসাব গ) আয় হিসাব ঘ) মালিকানাস্বত্ব হিসাব ১৯. এক তরফা দাখিলা পদ্ধতিতে তৈরি করতে হয় - র. লাভ-লোকসান বিবরণী রর. লাভ-লোকসান হিসাব ররর. বৈষয়িক বিবরণী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. সাধারণত আসবাবপত্র, কলকব্জা এবং দালানকোঠা অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযোগী? ক) ক্রমহ্রাসমান জের পদ্ধতি খ) সরলরৈখিক পদ্ধতি গ) উৎপাদন পদ্ধতি ঘ) বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ২১. অবচয় ধার্যের ফলে - র. সম্পদ ও মালিকানাস্বত্ব হ্রাস পায় রর. সম্পদ ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় ররর. সম্পদ হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২২. প্রদেয় বিল হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত- র. প্রদেয় বিল পরিশোধ রর. ইস্যুকৃত প্রদেয় বিল ররর. প্রাপ্ত বাট্টা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২৪. প্রতিটি লেনদেনে জড়িত থাকে - ক) অনেক পক্ষ খ) দুটি পক্ষ গ) তিনটি পক্ষ ঘ) কোনো পক্ষই নয় ২৫. রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিটের পার্থক্যকে কী বলে? ক) গরমিল হিসাব খ) নামিক হিসাব গ) সম্পত্তিবাচক হিসাব ঘ) আয়-ব্যয় হিসাব ২৬. কোন অবচয় পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নিরূপণ করা হয় না? ক) সরল রৈখিক খ) ক্রমহ্রাসমান গ) উৎপাদন একক ঘ) বার্ষিক বৃত্তি ২৭. একটি দালানের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। অবচয়ের হার ১৫% হলে এবং কর্তনকৃত অবচয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে দালানটি ক্রয় করা য কত বছর আগে? ক) ৪ বছর খ) ৫ বছর গ) ৬ বছর ঘ) ১০ বছর ২৮. কোনগুলো স্বল্পমেয়াদি দায়? ক) বন্ধকী ঋণ, প্রদেয় বিল, ঋণপত্র খ) বকেয়া খরচ, প্রদেয় হিসাব, মূলধন গ) প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত ঘ) অগ্রিম প্রাপ্ত ক্রয়সমূহ, প্রাপ্য বিল, প্রদেয় হিসাব ২৯. হিসাববিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য হচ্ছে - র. এর আন্তর্জাতিক স্বীকৃতি আছে রর. পৃথিবীর সকল দেশেই ব্যবহৃত হয় বলে এর ব্যবহার বিস্তৃত ররর. এর ভিত্তিতে হিসাবসংক্রান্ত আইন প্রণয়ন করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩০. অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য হলো - ক) আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির সুষ্ঠু বাজার মূল্য দেখানো খ) সম্পত্তির অপব্যবহার বন্ধ করা গ) সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তির ব্যবহার সময়কালের উপর বন্টন ঘ) সম্পত্তির মূল্যহ্রাস লিপিবদ্ধ করা ৩১. করিম কর্তৃক স্বীকৃত ৫,০০০ টাকার একটি বিল রহিম ব্যাংক হতে ৪,৯০০ টাকায় বাট্টা করল। মেয়াদ শেষে করিম দেউলিয়া হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হল এবং তার সম্পদ হতে টাকা প্রতি ৪০ পয়সা লভ্যাংশ পাওয়া গেল। এক্ষেত্রে রহিমের অনাদায়ী পাওনা হবে - ক) ২,০০০ টাকা খ) ৩,০০০ টাকা গ) ৪,৯০০ টাকা ঘ) ৫,০০০ টাকা ৩২. তিনঘরা নগদান বইতে কোন সংক্রান্ত লেনদেনের জের টানা হয় না? ক) ব্যাংক সংক্রান্ত খ) নগদ সংক্রান্ত গ) বাট্টা সংক্রান্ত ঘ) সবগুলো
×