ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার আইপিএল খেলা হচ্ছে না সাকিবের!

প্রকাশিত: ০৬:৪৭, ৩১ মার্চ ২০১৫

এবার আইপিএল খেলা হচ্ছে না সাকিবের!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাঁপানো ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ শেষ। এবার এগিয়ে আসছে আরেকটি জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ৮ এপ্রিল থেকে শুরু হবে আসরটি। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে গত আসরে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন টেস্ট ও টি২০ ফরমেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও কেকেআর দলে রাখা হয়েছে তাঁকে। কিন্তু সেই সাকিব সম্ভবত খেলতেই পারছেন না এবারের আইপিএলে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের চাপ। ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৩ মে পর্যন্ত চলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও এক টি২০ ম্যাচের এ পূর্ণাঙ্গ সিরিজ। সে কারণে কেকেআর ফাইনালে না উঠলে এবার সাকিববিহীন আইপিএল হতে পারে। গত আসরে সাকিব ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন। তবে তখনও তিনি টি২০ ফরমেটের সেরা অলরাউন্ডার হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেননি। এখন তিনি টি২০ ফরমেটেও বিশ্বের এক নম্বর। তবে ওয়ানডেতে তাঁকে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই সাকিবের ছিল দারুণ অবদান। ব্যাট হাতে ১১ ইনিংস নেমে তিনি ৩২.৪২ গড়ে করেছিলেন ২২৭ রান। আর বল হাতে ৩০.৩৬ গড়ে শিকার করেছিলেন ১১ উইকেট। কিন্তু এবার অলরাউন্ডার সাকিবের সার্ভিসবঞ্চিত থাকতে হবে কেকেআরকে। কারণ আইপিএল শুরুর মাত্র ৭ দিনের ব্যবধানে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে ১৫ এপ্রিল। আইপিএল চলবে ২৪ মে পর্যন্ত আর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ ১৩ মে পর্যন্ত। পাকিস্তানের বিরুদ্ধে ১৯ এপ্রিল শুরু হবে সিরিজ। এর আগে কেকেআরের ৮, ১১, ১৪ ও ১৮ এপ্রিল চারটি ম্যাচ রয়েছে। এবার চিরাচরিত অনুশীলনের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতে একটি ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। সেক্ষেত্রে সাকিবকে হয়ত সিরিজের আগেই কিছুদিনের জন্য ছাড়পত্র দিতেও পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা সম্ভব হলে পাকিস্তান সিরিজের আগেই তিনটি ম্যাচ খেলে আসার সুযোগ পেতেও পারেন বিশ্বসেরা টি২০ অলরাউন্ডার। এক্ষেত্রে ম্যাচ অনুশীলনের সুযোগটা সবচেয়ে ভাল হবে সাকিবেরই। আবার পাকিস্তান সিরিজ শেষে ১৪ ও ১৬ মে কেকেআরের গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচ। এ দুটি খেলাও বেশ কঠিন হয়ে পড়বে সাকিবের জন্য একদিন আগেই পূর্ণাঙ্গ এক সিরিজ শেষ করে। তাই গ্রুপপর্বে আইপিএল খেলাটা অনিশ্চিতই বলা চলে সাকিবের জন্য। তবে কেকেআর গ্রুপপর্ব পেরোতে পারলে সাকিবের সুযোগ থাকবে। এবার বিশ্বকাপে সাকিব ব্যাটে-বলে বেশ ভালই করেছেন। ৬ ম্যাচে ৩৯.২০ গড়ে ১৯৬ রান করার পাশাপাশি বল হাতে তিনি ৩৭.২৫ গড়ে দখল করেছেন ৮ উইকেট।
×