ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ই-এক্সপি সিস্টেমে রফতানি কার্যক্রমের জটিলতা নিরসনে বৈঠক

প্রকাশিত: ০৬:২১, ৩১ মার্চ ২০১৫

ই-এক্সপি সিস্টেমে রফতানি কার্যক্রমের জটিলতা নিরসনে বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইলেকট্রনিক এক্সপোর্ট পারমিট (ই-এক্সপি) সিস্টেমের মাধ্যমে রফতানি কার্যক্রমের বিদ্যমান জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও রফতানি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এনবিআরের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, রিয়েল টাইমে ই-এক্সপি সংশোধন করতে না পারায় সময়মতো পণ্য জাহাজীকরণ করা সম্ভব হচ্ছে না। ফলে ব্যয় বেড়ে যাচ্ছে। এ কারণে অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত রিয়েল টাইমে ই-এক্সপি সংশোধন করা সম্ভব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতি বিল অব এক্সপোর্ট দাখিল চালু রাখার পক্ষে মত দেন তারা। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক আনিসুর রহমান জানান, দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি স্থাপনে টেন্ডার আহ্বান করা হয়েছে। এটি চালু হলে রিয়েল টাইমে ই-এক্সপি সংশোধন করা সম্ভব হবে। বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, স্টেক হোল্ডারদের প্রশিক্ষণ দেয়া ছাড়াই ই-এক্সপি চালু করায় এর সুফল কোন পক্ষই পাচ্ছে না। চলমান জটিলতা নিরসনে ম্যানুয়াল ও অটোমেশন দুই পদ্ধতি চালু রাখার পরামর্শ দেন তিনি। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ই-এক্সপি একটি নতুন ধারণা। তাই ব্যবসায়ীসহ স্টেক হোল্ডারদের বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে। আমদানি-রফতানি কার্যক্রম বিঘিœত না করে অটোমেশন ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।
×