ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রীতি ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ মার্চ ২০১৫

প্রীতি ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সংশয়টাই অবশেষে সত্যি হয়েছে। চোটের কারণে দেশের হয়ে খেলতে পারেননি সুপারস্টার লিওনেল মেসি। যে কারণে আরেকবার ভক্তরা দুয়োধ্বনি দিয়েছেন, মেসি আসলে বার্সিলোনার খেলোয়াড়! অবশ্য ক্ষুদে জাদুকর না খেললেও জয়রথ থেমে থাকেনি আর্জেন্টিনার। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এল সালভাদরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। মূলত পরীক্ষামূলক দল মাঠে নামান আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। যে কারণে ঘাম ঝরানো হলেও জিততে পেরে খুশি সাবেক বার্সিলোনা কোচ। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি আসে সালভাদরের নেস্টর রেন্ডেরোসের আত্মঘাতীর সৌজন্যে। অপর গোলটি করেন ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কত্ব করা এ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে নামা অভিষিক্ত মিডফিল্ডার ফেডেরিকো মানকুয়েল্লা। শনিবার রাতের আরেক প্রীতি ম্যাচে এডিনসন কাভানির পেনাল্টি গোলে উরুগুয়ে ১-০ ব্যবধানে হারায় মরক্কোকে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্প্যানিশ লা লিগার এল ক্ল্যাসিকো ম্যাচে আঘাত পান মেসি। এরপরও অবশ্য দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার। কিন্তু আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন ম্যাচের আগে জানিয়েছিল, মেসি খেলবেন না। যে কারণে তিনি দলের সঙ্গে শেষ মুহূর্তে অনুশীলনও করেননি। শেষ পর্যন্ত তাই হয়েছে। মেসি খেলেননি জাতীয় দলের জার্সি জড়িয়ে। যে কারণে আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ডি মারিয়া। ম্যাচটিতে আর্জেন্টাইন কোচ একঝাঁক উঠতি ফুটবলারকে খেলান। সামনে কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ সামনে রেখেই তিনি এমন করেন। নিরপেক্ষ ভেন্যুতে আর্জেন্টিনার বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে এল সালভাদর। প্রথমার্ধে লড়াই করে বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের আটকে রাখে তারা। বিরতির পর অবশ্য সব প্রতিরোধের দেয়াল ভেঙ্গে যায়। একতরফা প্রধান্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। অবশেষে ৫৪ মিনিটে প্রথম গোল পায় দিয়াগো ম্যারাডোনার দেশ। ডি বক্সের বাইরে থেকে এভার বানেগার জোরালো শট এল সালভাদরের রেন্ডেরোসের গায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা এরপর একাধিক সহজ সুযোগ পেলেও ব্যর্থ হয় কাজে লাগাতে। মার্টিনোর দল দ্বিতীয় গোলটি পায় শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে। আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা মানকুয়েল্লো গোলটি করেন কোণ থেকে নেয়া বাঁকানো ফ্রিকিকে। ম্যাচে আর্জেন্টিনা খেলে ৪-২-৩-১ ফরমেটে। আর সালভাদর খেলে ৫-৪-১ ফরমেটে। সালভাদরের বিরুদ্ধে এমন ঘাম ঝরানো জয়ে আর্জেন্টিনার সমর্থকরা খুশি নন। তবে পরীক্ষামূলক দল খেলিয়ে জয় পাওয়ায় খুশি কোচ জেরার্ডো মার্টিনো। ম্যাচ শেষে তিনি বলেন, যেভাবে আশা করেছিলাম, ম্যাচটি আমরা সেভাবেই খেলেছি। আমাদের ধৈর্য ধরতে হবে। মেসির চোট আর খেলতে না পারা নিয়েই বেশি ভাবছেন আর্জেন্টাইন কোচ। যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনও করেছিলেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়। মেসি প্রসঙ্গে মার্টিনো বলেন, প্রথম দিন সে ভালই অনুশীলন করেছিল।
×