ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেবারিট ইতালি ও হল্যান্ডের হোঁচট

ইউরো বাছাই ফুটবল

প্রকাশিত: ০৫:৪২, ৩০ মার্চ ২০১৫

ইউরো বাছাই ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো বাছাই ফুটবলে ধাক্কা খেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও গত বিশ্বকাপের তৃতীয় হওয়া হল্যান্ড। ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বাগতিক হল্যান্ড। আর ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক বুলগেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে অতিথি ইতালি। চলমান বাছাইপর্বে ডাচ্দের অবস্থা খুব একটা ভাল নয়। এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দুটি করে ম্যাচে জয় ও পরাজয় সঙ্গী তাদের। অপর ম্যাচটি ড্র হয়। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে অবস্থান। ‘এ’ গ্রুপে সবার উপরে চেক প্রজাতন্ত্র। পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করে ১৩ পয়েন্ট ভা-ারে চেকদের। চমক দেখানো আইসল্যান্ডে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। প্রতিগ্রুপ থেকে সেরা দুটি করে দল ২০১৬ সালে ফ্রান্সে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। আর তিন নম্বর দল খেলবে প্লে-অফ। ‘এইচ’ গ্রুপে ইতালির অবস্থান দ্বিতীয়। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে আজ্জুরিদের পয়েন্ট ১১। এই গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ক্রোয়েশিয়া। বুলগেরিয়ার মাঠে ডিফেন্ডার জর্দান মিনেভের আত্মঘাতী গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইতালি। কিন্তু ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ১১ মিনিটে ইভেলিন পোপোভ ও ১৭ মিনিটে ইলিয়ান মিটসানস্কি বুলগেরিয়ার হয়ে গোল করেন। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না অতিথিরা। ফলে হারের শঙ্কায় পড়েছিল তারা। অবশেষে ৮৪ মিনিটে স্ট্রাইকার এডার মার্টিন্সের গোলে ২-২ ব্যবধানে সমতা নিয়ে মাঠ ছাড়ে ইতালি। তুরস্কের বিরুদ্ধে ভাগ্যক্রমে হার এড়ায় হল্যান্ড। পিছিয়ে পড়া ডাচ্রা ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে সমতা ফেরায়। ৯২ মিনিটে হল্যান্ডের হয়ে সমতাসূচক গোলটি করেন শালকে জিরো ফোরের স্ট্রাইকার ক্লাস-ইয়ান হান্টেলার। এর আগে ম্যাচের ৩৭ মিনিটে স্ট্রাইকার বুরাক ইলমাজের গোলে এগিয়ে যায় অতিথি তুরস্ক। বাছাইপর্বের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের জোড়া গোলে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েলস। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ওয়েলস।
×