ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি

রোগীর আস্থা অর্জনে দায়িত্ববান থাকার পরামর্শ ভিসি কামরুল হাসানের

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ মার্চ ২০১৫

রোগীর আস্থা অর্জনে দায়িত্ববান থাকার পরামর্শ ভিসি কামরুল হাসানের

স্টাফ রিপোর্টার ॥ রোগী ও তাঁদের স্বজনদের আস্থা অর্জনে সব সময় সচেতন ও দায়িত্ববান থাকার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে এ পরামর্শ দেন। তিনি বলেন, হাসপাতালে রোগী রেখে স্বজনরা যাতে নিরাপত্তাবোধ করেন, তা নিশ্চিত করতে হবে। রোগীদের যথাযথ সেবা প্রদানের ওপর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সম্মান ও গ্রহণযোগ্যর বিষয় জড়িত রয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান, সম্মানিত ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ডাঃ মোঃ আলী আজগর মোড়ল, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ শাহানা আখতার রহমান, অধ্যাপক ডাঃ হুমায়ুন সাত্তার, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (পরিদর্শন) কলেজেস এ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট, অধ্যাপক ডাঃ আবু সফি আহমেদ আমিন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভীসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান গত ২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্যর দায়িত্ব গ্রহণ করেন।
×