ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমরাইলে দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রকাশিত: ০৪:০২, ৩০ মার্চ ২০১৫

শিমরাইলে দুই শতাধিক অবৈধ দোকানপাট  উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ২৯ মার্চ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার যানজট নিরসনকল্পে দু’শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। রবিবার দুপুর থেকে বিকাল ৫টায় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। শিমরাইল মোড়ের এ অবৈধ দোকানপাট থেকে এক শ্রেণীর অসাধু লোকজন মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটে অভিযান চালায় স্থানীয় পুলিশ প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদকারী দল ফলের দোকান, আন্তঃজেলা বাস কাউন্টারসহ প্রায় দু’শতাধিক দোকানপাট রেকার ও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। সান্তাহারে রেলওয়ের উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, অবশেষে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ঝুঁকিপুর্ণ লেভেল ক্রসিং এবং প্ল্যাটফর্মের আশপাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গবর্মেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ের (জেআইবিআর) ৩০ মার্চ সোমবার পরিদর্শন উপলক্ষে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাষ্ট্রপতি মনোনীত এক সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন এই প্রতিনিধির পরিদর্শন উপলক্ষে সান্তাহার জংশন স্টেশনকে রাতারাতি ঝকঝকে তকতকে করা হয়েছে। রুগ্ন চেহারার এই স্টেশনটি এখন নববধূর সাজে সজ্জিত।
×