ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘চটপটি’ চলচ্চিত্রের শূটিং শুরু

প্রকাশিত: ০৩:৪০, ৩০ মার্চ ২০১৫

‘চটপটি’ চলচ্চিত্রের শূটিং শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজাধানীর উত্তরায় শুক্রবার শুরু হলো চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রথম প্রযোজনা ‘চটপটি’ চলচ্চিত্রের শূটিং। এ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনা করেছেন কবি অভিনেতা তারেক মাহমুদ। পরিচালক তারেক মাহমুদ বলেন, দীর্ঘ ২০ বছর সাধনার পর চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ করছি। এতে নতুনদের সমাগম ঘটিয়েছি। আশা করি দর্শকদের সত্যিই নতুন কিছু উপহার দিতে পারব। সে লক্ষ্যেই চলচ্চিত্রের কাজ শুরু করেছি। কাজটি ভালভাবে শেষ করার জন্য সবার সহযোগিতা ও দোয়া চাই। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটায় ওই দিনের শূটিং শেষ হয়। প্রথমদিনের শূটিংয়ে অংশ নেন অভিনেতা নীরব খান, জারাসহ অন্যরা। গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা আর এক বার ডান্সারের সঙ্গে এক অন্ধ যুবকের সংসারের গল্প নিয়েই এ চলচ্চিত্র এগিয়ে যাবে। তিনি বলেন, চটপটি প্রাণের ছবি, গানের ছবি, প্রেমের ছবি, জীবনের ছবি। এই চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নীরব খান ও জারা। আরও অভিনয় করবেন প্রিয়া, শিমুল খান, রিমু খন্দকার, লিজা খানম, রফিকুল্লাহ, পিযুষ দ্রাবির, শিখা কর্মকার, শান্তনা, আফফান মিতুল, সাকিলা শিমু, রাজেশ শাহিন ও তমাল প্রমুখ। এছাড়া এতে অভিনয় করছেন সাংবাদিক ইমরুল শাহেদ। প্রসঙ্গত, গত বছর ২৯ অক্টোবর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।
×