ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই সময়ে মৌসুমী

প্রকাশিত: ০৩:৪০, ৩০ মার্চ ২০১৫

এই সময়ে মৌসুমী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে ইউএনএফপিএ সম্প্রতি এক জরিপে তারকাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এবং সুখী তারকা হিসেবে মৌসুমীর জনপ্রিয়তাকে শীর্ষস্থানে দেখতে পান। সেই বিবেচনায় বাংলাদেশ থেকে মায়ের শাল দুধ খাওয়ানোর বিষয়ে ‘পিএসএম’-এ সংক্ষেপে কথা বলেছেন প্রিয়দর্শিনী তারকা মৌসুমী। বিষয়টি ভিডিও আকারে ধারণের কাজ সম্পন্ন হয়েছে শুক্রবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার-পরিকল্পনা অধিদফতরের আওতাধীন ‘ক্রিয়েটিভ মিডিয়ার’ ব্যানারে এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, এর আগেও আমি সমাজের কল্যাণমূলক কাজে, মানুষের সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছি। এ ধরনের কাজ করতে আমার ভীষণ ভাললাগে। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভালবাসা থেকে আমি এসব কাজে অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। কারণ আমি বিশ্বাস করি এ কাজগুলোই মানুষের মাঝে থেকে যাবে। মৌসুমী তাঁর মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ‘ইউনিসেফ’সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সমাজ-সচেতনতামূলক কাজে তার শিল্পী জীবনের শুরু থেকেই অংশগ্রহণ করে আসছেন নানাভাবে। এসিড দগ্ধ, অবাঞ্ছিত শিশু, প্রতিবন্ধী শিশু, অবহেলিত মায়েদের জন্য নানান ধরনের কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন মৌসুমী। এদিকে মৌসুমী তাঁর নিদের্শিত চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’র কাজ শেষ করেছেন। খুব দ্রুতই এর ডাবিং করবেন তিনি। পাশাপাশি শেষ করেছেন তিনি মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ও বেলাল আহমেদ’র ‘ভালবাসবোই তো’ চলচ্চিত্রের কাজ। এছাড়া শূটিং চলছে হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মৌসুমী ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবারও একই সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।
×