ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে কেমিক্যালে পুড়ল বোরো ক্ষেত

প্রকাশিত: ০৬:১৪, ২৯ মার্চ ২০১৫

নীলফামারীতে  কেমিক্যালে পুড়ল বোরো ক্ষেত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে এবার মানুষের গায়ে নয়, এ্যাসিড জাতীয় কেমিক্যাল ¯েপ্র করে পুড়িয়ে ফেলা হয়েছে প্রায় তিনবিঘা বোরো ধানক্ষেত। শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরনজাবাড়ি গ্রামে। শনিবার সকালে ক্ষেত পুড়ে যাওয়া দৃশ্য দেখে চাষী শাহজাহান আলী বিভিন্ন স্থানে অভিযোগ করেছেন। এমন অভিনব কায়দায় ধানক্ষেত পুড়িয়ে দেয়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে পুড়িয়ে দেয়া ধান ক্ষেতের পাশের জামির মালিকরাও এখন তাদের ধান ক্ষেত নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। কখন আবার তাদের জমির ধানও পুড়িয়ে দেয়া হয় এ শঙ্কায়। এ ঘটনায় এলাকাবাসী জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। সরেজমিন গিয়ে দেখা যায়, চারপাশের ধানক্ষেত ঠিকই আছে। শুধু শাহজাহানের প্রায় তিনবিঘা জমির ধানের গাছ পুড়ে গেছে। এ্যাসিড জাতীয় কেমিক্যাল যেসব স্থানে পড়েনি সেই জায়গার ধানের চারা সবুজই রয়ে গেছে। তবে পুরো ক্ষেতই পুড়ে গেছে। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেনের মতে এ্যাসিড জাতীয় বিষাক্ত কেমিক্যাল ¯েপ্র করায় আস্তে আস্তে জমির সমস্ত ধান গাছ পুড়ে গেছে। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
×