ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর মান্দা রঘুনাথ মন্দিরে হাজারো ভক্তের ঢল

প্রকাশিত: ০৬:১৩, ২৯ মার্চ ২০১৫

নওগাঁর মান্দা রঘুনাথ মন্দিরে হাজারো ভক্তের ঢল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ মার্চ ॥ শনিবার রামনবমী উৎসবে নওগাঁর ঐতিহ্যবাহী ঠাকুর মান্দার শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে ঢল নেমেছিল নারী-পুরুষ হাজারো ভক্তের। কীর্তন, প্রসাদ বিতরণ, ভক্তদের পুজো-অর্চনা, ভোগ নিবেদন এবং মানত দেয়ার মধ্যদিয়ে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ঐতিহাসিক প্রতœতত্ত্ব নিদর্শনে সমৃদ্ধ উত্তরের নওগাঁ জেলার অন্যতম পুণ্যভূমি স্থাপত্যের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরটি তিন শ’ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সতের শতকের অন্যতম স্থাপত্যের মধ্যে এটি একটি। এখন চৈত্র-বৈশাখ মাসের নবমী তিথিতে রামনবমী উৎসবে ১৫ দিন ধরে চলে এখানে নানা ধর্মীয় উৎসব ও মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি অন্যতম তীর্থস্থান হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে সারা ভারত উপমহাদেশে।
×