ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেতার কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাকে অবশেষে বদলি ॥ মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৬:১২, ২৯ মার্চ ২০১৫

বেতার  কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাকে অবশেষে বদলি ॥ মিষ্টি  বিতরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার বেতারে কেন্দ্রের বহুল বিতর্কিত উপ-আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা সরওয়ারকে অবশেষে সিলেট বেতারে বদলি করা হয়েছে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ১ এপ্রিলের মধ্যে সিলেট কেন্দ্রে যোগদান করতে বলা হয়েছে বলে কক্সবাজার বেতার কেন্দ্রের একটি সূত্র নিশ্চিত করেছে। এ কর্মকর্তার বদলির খবরে কক্সবাজার বেতারের শিল্পী, কলাকুশলীসহ বেতারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং ভুক্তভোগীদের অনেকে শনিবার দুপুরে মিষ্টি বিতরণও করেছেন। জানা গেছে, কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ এবং প্রেষণে অন্যত্র থাকার সুযোগে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেন এসএম মোস্তফা সরওয়ার। এ সুযোগে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। নামে-বেনামে ভুয়া কন্ট্রাক্ট দেখিয়ে শিল্পী খাত থেকে লাখ লাখ টাকা আত্মসাত, শিল্পী ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, মাইক্রোবাসের মালিকের কাছ থেকে মোটা অংকের উৎকোচ আদায়, কর্মস্থলে কর্মরত না থাকা সত্ত্বেও কর্মচারীর নামে ভুয়া বিল দেখিয়ে বেতনভাতা আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বেতারের শিল্পীরা দুর্নীতিবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে তথ্যমন্ত্রীসহ বিভিন্ন দফতরে অভিযোগ দাখিল করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়।
×