ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস ক্রীড়া

প্রকাশিত: ০৬:০১, ২৯ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবস ক্রীড়া

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার আউটার স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত ‘স্বাধীনতা দিবস খো খো উৎসব’-এ বালক বিভাগের ফাইনালে কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজ যাত্রাবাড়ী আউডিয়াল স্কুল এ্যান্ড কলেজকে এবং বালিকা বিভাগে রামপাল হাইস্কুল মালেক মেমোরিয়াল হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়। প্রতিযোগিতার শেষে বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ॥ ‘কুইক সিটি স্বাধীনতা দিবস রাগবি প্রতিযোগিতা’ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী রাগবি দল ৩৮-০ পয়েন্টে গাজীপুর জেলা রাগবি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হান্নান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সহসভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ ও মজিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পারভিন পুতুল এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক দ্বীন ইসলাম। বাস্কেটবল ॥ ধানম-ি জিমন্যাশিয়ামে ‘সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট’-এর খেলায় ধূমকেতু ৬১-৪৮ পয়েন্টে রেঞ্জার্সকে, রেইথস ৬৩-৩২ পয়েন্টে ফ্লেইম বয়েজকে এবং বকসী বাজার ৪৭-৪০ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে হারায়। হ্যান্ডবল ॥ শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা’য় খেলায় বাংলাদেশ পুলিশ ৩৮-২৮ গোলে বাংলাদেশ আনসারকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮-১৮ গোলে কোয়ান্টাম স্পোর্টিয়ামকে হারায়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুল প্রতিযোগিতার উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হামিদা বেগম, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। জিমন্যাস্টিক্স ॥ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা।’ বিভিন্ন ইভেন্টে বিজয়ী হনÑ ভল্টিং টেবিল, প্যারালাল বারস ও ফ্লোরে (পুরুষ) আনসারের সাদ্দাম হোসেন; মহিলা বিভাগে ভল্টিং টেবিলে বিকেএসপির শান্তা আক্তার, ব্যালেন্স বিমে বিকেএসপির নুর আক্তার বানু, ফ্লোরে বিকেএসপির নার্গিস আক্তার; বালক ১২-১৪ বছরে ভল্টিং টেবিলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার জীবন, ফ্লোরে কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজের রাজীব চাকমা; বালিকা ১০-১৪ বছরে ফ্লোরে বিকেএসপির মেহেরুন নেছা রচনা, ব্যালেন্স বিমে একই দলের লামিয়া আক্তার; বালক ১০-১২ বছরে (সেট) ভল্টিং টেবিলে কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজের উখি মং, ফ্লোরে একই দলের মং সাই সই; বালক ৮-৯ বছরে (সেট) প্যারালাল বারসে যুগ্মভাবে কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজের নিঝুম খীসা ও তুনরায় ত্রিপুরা, ফ্লোরে একই দলের নিঝুম খীসা এবং মাশরুমে নাভানা সিলভার ডেলের মেনটন টনি মুরং। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী এ্যাথলেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হারুনুর রশীদ।
×