ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাউদির প্রত্যাশার পারদ তুঙ্গে!

প্রকাশিত: ০৬:০০, ২৯ মার্চ ২০১৫

সাউদির প্রত্যাশার পারদ তুঙ্গে!

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের বিশ্বকাপের ফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) মহারণের আগে দারুণ আশাবাদী কিউই পেসার টিম সাউদি। এ বিষয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিজে এই এমসিজি’তে একটি ম্যাচ খেলেছি। গ্র্যান্ট ইলিয়ট, কাইল মিলস, গাপটিলও খেলেছে। ব্রেন্ডন ম্যাককুলাম, রস টেইলররা খেলেছে দুটো করে ম্যাচ। তাই এখানে অসুবিধে হবে বলে আমার মনে হয় না। সবচেয়ে বড় কথা, আমরা সবাই ভারতে আইপিএল খেলেছি দর্শকঠাসা বিভিন্ন স্টেডিয়ামে। যে কারণে এখানকার পরিস্থিতি মানিয়ে নিতে আমাদের তেমন কোন সমস্যা হবে না।’ বিশ্বকাপে সাতবারের প্রচেষ্টায় প্রথমবারের মতো ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। একাদশতম বিশ্বকাপের শুরুর আগে থেকেই কিউইদের প্রতি অতিরিক্ত প্রত্যাশা করেছিল ভক্ত-অনুরাগীরা। ক্রিকেট-অনুরাগীদের সেই প্রত্যাশার চেয়েও যেন এবার বেশি ভাল পারফর্মেন্স করছে ম্যাককুলাম-গাপটিলরা। এবারের বিশ্বকাপে বোলিং কিংবা ব্যাটিং সব বিভাগেই অপ্রতিরোধ্য তারা। নিউজিল্যান্ডই একমাত্র দল যারা এখনও কোন ম্যাচে পরাজয় দেখেনি। সর্বোচ্চ রানের দিক দিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৮ ম্যাচে তার রান ৫৩২। আর শীর্ষে থাকা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সংগ্রহে মোট ৫৪১। তবে বোলিংয়ে কিউদের অবস্থানটা বেশি ভাল। ৮ ম্যাচে সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ড্যানিয়েল ভেট্টরি কিংবা টিম সাউদিরাও আছেন সেরাদের তালিকায়। আর টিম সাউদির মতে সাফল্যের মূল রহস্য হলো বোলিংয়ে বৈচিত্র্যতায়। এ বিষয়ে তিনি বলেন, ‘জোরে বোলারদের সফল হওয়ার অন্য অস্ত্রও প্রয়োগ করতে হয়। বৈচিত্র্যতা তো আমাদের কম নেই।’ এবারের আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাউদি। সেই ম্যাচে মাত্র ৩৩ রানেই প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। সেই সাউদি এবার অস্ট্রেলিয়াকে হারানোর অপেক্ষায় আছেন। সেইসঙ্গে নিউজিল্যান্ডেও প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বলে জানালেন তিনি। এ বিষয়ে তার অভিমত হলো, ‘গোটা নিউজিল্যান্ড উত্তেজিত হয়ে রয়েছে আমাদের প্রথম বিশ্বকাপ ফাইনালে ওঠাকে কেন্দ্র করে। আমরাও দারুণ রোমাঞ্চিত। এমন পরিস্থিতিতে আপনারা যে সব সম্ভাব্য অসুবিধে আর সমস্যার কথা বলছেন, তা ভেবে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। পাখির চোখের মতো আমরাও বিশ্বকাপটা দেখছি। বিশ্বকাপ ছাড়া আর কোন কিছুই ভাবছি না। আমার মনে হচ্ছে যে একটা অদ্ভুত ঘোরের মধ্যে আছি।’ একাদশতম বিশ্বকাপের সব ম্যাচেই খেলেছেন টিম সাউদি। পারফর্মেন্সও দুর্দান্ত। ২৭.১৩ ইকোনমি রেটে চলমান এই টুর্নামেন্টে ইতোমধ্যেই ১৫ উইকেট দখল করেছেন তিনি। সতীর্থ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে নতুন ও পুরনো বলের সমন্বয়ে আধিপত্য বিস্তার করেছে কিউইরা।
×