ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘অস্ট্রেলিয়ার দুর্বল জায়গা পাচ্ছি না’

প্রকাশিত: ০৬:০০, ২৯ মার্চ ২০১৫

‘অস্ট্রেলিয়ার দুর্বল জায়গা পাচ্ছি না’

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটে বিরল ইতিহাস গড়ে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। টানা দুইবার (২০০৩ ও ২০০৭ সাল) পন্টিংয়ের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এমন বিরল ইতিহাস শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডেরই (১৯৭৫ ও ১৯৭৯ সাল) আছে। আজ যখন বিশ্বকাপের আরেকটি ফাইনাল ম্যাচ, তখন পন্টিং কী আর মুখ না খুলে পারেন। যখন ম্যাচটিতে আবার তার দেশ অস্ট্রেলিয়াই খেলবে। প্রতিপক্ষ আবার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড। পন্টিং তাই বলেই দিলেন, ‘অস্ট্রেলিয়ার কোন দুর্বলতা নেই।’ রিকি পন্টিং মনে করেন, তার উত্তরসূরিরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে পঞ্চম বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া। তবে ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেও ভাল দল বলে জানাতে ভোলেননি অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বকাপের একাদশ আসরের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঘরের মাঠের ফাইনালকে সামনে রেখে পন্টিং বলেন, ‘দুটো দলই ভাল; কিন্তু আপনি যদি শুধু কাগজ-কলমে তাদের দেখেন এবং আপনি যদি অস্ট্রেলিয়া দলের দুর্বলতা দেখার চেষ্টা করেন, আমি নিশ্চিত নই যে, আপনি একটিও (দুর্বলতা) পাবেন।’ মাইকেল ক্লার্কের দলের সামর্থ্য বোঝাতে পন্টিং জানান, ‘অস্ট্রেলিয়ার বর্তমান দলটির ব্যাটিং, নতুন বলের বোলিং চমৎকার এবং দলে বিশ্বের কিছু সেরা অলরাউন্ডারও আছে।’ এমসিজির কন্ডিশন সম্পর্কেও ক্লার্কদের ভাল জানা আছে বলে জানান পন্টিং। টানা আট ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডকে অবশ্য খাটো করে দেখছেন না পন্টিং। তবে অস্ট্রেলিয়াকে চতুর্থ বিশ্বকাপ এনে দেয়া এই অধিনায়ক জানান, ‘ব্রেন্ডন ম্যাককুলামের দলটি দারুণ ক্রিকেট খেললেও মনে হচ্ছে নিজেদের মাঠে পাওয়া সুযোগটি হাতছাড়া হতে দেবে না ক্লার্করা।’ মেলবোর্নের ফাইনাল সামনে রেখে অনেকে নিউজিল্যান্ডকে ‘অস্ট্রেলিয়ার ছোট ভাই’ বলছেন। পন্টিংয়ের মনে হচ্ছে কিউইরা অস্ট্রেলিয়ার চেয়ে নিজেদের ‘ভাল’ প্রমাণ করার মানসিকতা নিয়ে মাঠে নামবে। তবে অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের বিশ্বাস, ক্লার্ক-ওয়াটসনরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতে পারবে। অবশ্য পন্টিংয়ের কথা খুব বেশি আমলে নেয়ার কোন কারণও নেই। পন্টিং যে ভবিষ্যত বাণী করেন, তা মিথ্যে প্রমাণ হয়ে যায়। পন্টিং বলেছিলেন, ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে। তা হয়নি। তবে অস্ট্রেলিয়া ঠিকই খেলছে। বিশ্বকাপ নিয়ে ভবিষ্যত বাণী করতে গিয়ে পন্টিং বলেছিলেন, ‘আমি মনে করি ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। দু’দলেরই ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। যদি ফাইনালে তারা খেলতে পারে তবে ম্যাচটি খুবই উপভোগ্য হবে।’ ফেব্রুয়ারির ১৪ তারিখ শুরু হয়েছিল বিশ্বকাপ। শেষ হচ্ছে আজ। দুই স্বাগতিক দেশই এবার খেলছে ফাইনালে। নিজেদের শেষবারের মতো গুছিয়েই নিয়েছেন ম্যাককুলাম, ক্লার্করা। ফাইনালের লড়াইয়ে এখন নামার অপেক্ষা। পন্টিং ম্যাচে যে বোল্ট-স্টার্কের বোলিং দেখাতেই বেশি মনোযোগী তাও বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, ‘গ্রুপ পর্বে বোল্ট, স্টার্ক দুর্দান্ত বোলিং করেছে। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে দিয়েছে। এবারও এই দুই বোলার কিছু করবেন, এমন আশা আছে।’ তবে অস্ট্রেলিয়া যে শিরোপা জিতবে, সেই ইঙ্গিত বার বার দিয়েছেন পন্টিং।
×