ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানসিক অসুস্থতার কথা গোপন করেছিলেন কো-পাইলট

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৫

মানসিক অসুস্থতার কথা গোপন করেছিলেন  কো-পাইলট

ফরাসী আল্পসে জার্মান উইংসের বিধ্বস্ত বিমানের কো-পাইলট আন্দ্রিয়েজ লুবিৎজ অসুস্থতায় ভোগার কথা নিয়োগকর্তাদের কাছে গোপন রাখেন বলে জানিয়েছেন জার্মান কৌঁসুলিরা। ডুসেলডোর্ফে লুবিৎজের বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা কিছু ছেঁড়া ডাক্তারি রিপোর্ট পেয়েছেন। এর মধ্যে একটি ছিল বিমান বিধ্বস্ত হওয়ার দিনও। এটি কী ধরনের অসুস্থতার রিপোর্ট তদন্তকারীরা তা বলেননি। তবে লুবিৎজের বাড়ি থেকে পাওয়া অন্যান্য তথ্যপ্রমাণ বলছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষণœতায় ভোগার কারণে লুবিৎজকে মানসিক চিকিৎসাও নিতে হয়েছিল বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। কৌঁসুলিরা বলছেন, বিমান ধ্বংসের পেছনে লুবিৎজের কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোন সুইসাইড নোটও। তার দুটি বাসস্থানে তল্লাশি চালিয়ে যে জিনিসটি পাওয়া গেছে তা হচ্ছে ছেঁড়া ডাক্তারি নোট। যেটিতে বিমান বিধ্বস্ত হওয়ার দিনটিতে লুবিৎজকে কাজে না যাওয়ার নির্দেশনা দেয়া আছে। এ ডাক্তারি নথিই প্রমাণ করেছে যে, লুবিৎজ অসুস্থতায় ভুগছিলেন এবং যথাযথ চিকিৎসা নিচ্ছিলেন। -ওয়েবসাইট
×