ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাট্যকার আকাশ রঞ্জনের ব্যস্ততা

প্রকাশিত: ০৬:৪৮, ২৮ মার্চ ২০১৫

নাট্যকার আকাশ রঞ্জনের ব্যস্ততা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে সম্ভাবনাময় নাট্যকার আকাশ রঞ্জন। এই নাট্যকালের রচিত বেশ কয়েকটি নাটক প্রচার হওয়ার পর দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তার রচিত একাধিক খ- নাটক ও ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের উৎসাহে তিনি নিয়মিতভাবে নাটক লিখে যাচ্ছেন। বিশেষ করে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচারিত বর্তমান সময়ের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নোয়াশাল’ নন্দিত অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের মাধ্যমে নতুন করে ধারাবাহিক নাটক লেখার সুযোগ পেয়ে আকাশ রঞ্জন নিজেকে তুলে ধরেছেন স্বপ্রতিভায়। আকাশ রঞ্জনের প্রথম লেখা নাটক ছিল ‘ভালবাসার কদমফুল’। রহমান হাবিব পরিচালিত নাটকটি গত ঈদ-উল-ফিতরের চতুর্থ দিন বিটিভিতে প্রচার হয়। এরপর মোশারফ হোসেন লিটন পরিচালিত ধারাবাহিক নাটক ‘রঙের মেলা’ প্রচার হয়েছে এশিয়ান টিভিতে। আকাশ রঞ্জন রচিত ও প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সব জান্তা শমসের’, ‘প্রেম এসেছিল নীরবে’, ‘মীর জাফর মীর’, ‘সেয়ানা জামাই’, ‘গৃহশিক্ষক’, ‘ভালবাসার অনুভূতি’, ‘বরিশালের মাস্টার নোয়াখালীর ছাত্রী’, ‘একটি দুঃস্বপ্নের রাত’ প্রভৃতি। প্রচার হওয়া প্রতিটি নাটকই জনপ্রিয় হয়েছিল। এদিকে আকাশ রঞ্জনের লেখা নাটক নির্মাণের অপেক্ষায় রয়েছে নন্দিত অভিনেতা মীর সাব্বিরের পরিচালনায় একক নাটক ‘লজিক, কুক’। তাজু কামরুলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘অনাক্সিক্ষত স্বপ্ন’, শামীম জামানের পরিচালনায় মেগা ধারাবাহিক ‘ভালবাসার অদল বদল’, ইমরান হোসেন ইমুর পরিচালনায় একক নাটক ‘ম্যারেজ মার্কেটিং’, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বিশেষ ধারাবাহিক নাটক ‘শুদ্ধ মোকলেছ’। মিডিয়া সংশ্লিষ্টদের ভালবাসা আর সহযোগিতা নিয়ে অভিনয়ের পাশাপাশি আরও ভাল ভাল নাটক রচনা করতে চান আকাশ রঞ্জন। এ জন্য অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের আশির্বাদ কামনা করেন তিনি।
×