ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য নিয়ে ফ্লোরিডা যাচ্ছেন ভাবনা

প্রকাশিত: ০৬:৪৭, ২৮ মার্চ ২০১৫

‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য নিয়ে ফ্লোরিডা যাচ্ছেন ভাবনা

স্টাফ রিপোর্টার ॥ অভিনেত্রী পরিচয়ের আগে আশনা হাবিব ভাবনা মূলত একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। পাশাপাশি ভরত নাট্যমেও তার দক্ষতা রয়েছে। তবে অভিনয়ে ভাবনা নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যেখানে তার ভক্ত-দর্শকরা প্রায় ভুলেই গেছেন যে নাচেও বেশ পারদর্শী ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নিয়ে এবারই প্রথম দেশের বাইরে যাচ্ছেন ভাবনা। আসছে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’। ওই দিনই উদ্বোধনী অনুষ্ঠানে ‘চিত্রাঙ্গদা’ নিয়ে উপস্থিত হবেন ভাবনা। এবারই প্রথম আমেরিকা যাচ্ছেন ভাবনা। এ প্রসঙ্গে ভাবনা বলেন, দেশের ভেতরে অনেকবার আমি ‘চিত্রাঙ্গদা’ উপস্থাপন করেছি। দেশের বাইরেও অনেক জায়গায় একই ‘চিত্রাঙ্গদা’ নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি সবসময়ই চেয়েছি একটি ভাল মানের অনুষ্ঠানে গিয়ে এটি উপস্থাপন করতে। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। মূলত বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডার আমন্ত্রণে তিনি চতুর্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলনে ভাবনা ‘চিত্রাঙ্গদা’ নিয়ে হাজির হচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ। অনুষ্ঠানে যোগ দেয়ার লক্ষ্যে আজ রাত ২টার কাতার এয়ারলাইনসের বিমানে চড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হবেন ভাবনা। যাওয়ার আগে দেশের সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে আগামী ৭ এপ্রিল দেশে ফিরবেন ভাবনা। এদিকে অনিমেষ আইচের নির্দেশনায় একটি চলচ্চিত্রে কাজ করবেন বিধায় ভাবনা বিগত কয়েকমাস ধরে নাটক, টেলিফিল্মে অভিনয় করা থেকে বিরত রয়েছেন। নাম পরিবর্তিন হওয়া এই চলচ্চিত্রের শূটিং শীঘ্রই শুরু হবে বলে জানান ভাবনা। প্রসঙ্গত, ফ্লোরিডার ওয়েস্ট পাল্ম বিচের ব্যাক মিডল স্কুল অব দ্য আর্টস অডিটরিয়ামে এ চতুর্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হবে।
×