ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জোড়া গোলে উজবেকদের জয় ভারতকে হারিয়ে

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ মার্চ ২০১৫

জোড়া গোলে উজবেকদের জয় ভারতকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের খেলা; শুক্রবার। চৈত্রের ভ্যাপসা গরম। তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস। ভরদুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা চলছে। মনে হচ্ছিল প্রতিপক্ষ নয়, তীব্র গরমের কাছেই পরাভূত হতে হবে। ম্যাচের তখন ৮৮ মিনিট শেষ। খেলা দেখতে আসা দর্শকরা তেমনটাই ধরে নিয়েছিলেন। কিন্তু তখনই পাল্টে গেল ম্যাচের চিত্রনাট্য। গরমের কাছে হারলেও ম্যাচ টেম্পারমেন্টের ক্ষেত্রে হারেনি, সেটাই প্রমাণ করল উজবেক যুব দল। করে ফেলল কাক্সিক্ষত প্রথম গোলটি। মিডফিল্ডার ইস্কান্দারভের কর্নার করেন। সেই উড়ন্ত বল চমৎকার হেড করে প্রতিপক্ষ ভারত যুব দলের জালে পাঠান মিডফিল্ডার ইগর সারগিভ (১-০)। গোল খেয়ে কোথায় সেটা শোধ করবে ভারত তা না, উল্টো ম্যাচের ইনজুরি সময়ে সারগিভের গড়ানো ক্রসে গড়ানো শটে গোল করেন উজবেক অধিনায়ক ভøাদিমির কোজাক (২-০)। চীনের রেফারি তান হাই খেলা শেষের বাঁশি বাজালে শেষ পযর্ন্ত ২-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এবং শুভসূচনা করে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু মাঠ ছাড়ে ‘হোয়াইট উলভস্’ খ্যাত উজবেকিস্তান যুব দল। যেখানে ড্র করলে জয়ের সমান চিত্তসুখ অনুভব করার কথা, সেখানে ‘ওয়ারিয়র্স হিন্দ’ খ্যাত ভারত যুব দল অন্তিম সময়ে জোড়া আঘাত পেয়ে হয়ে পড়ল শোকাহত! যদিও প্রথমার্ধে উজবেকদের (ফিফা র‌্যাংকিং ৭২, এএফসি র‌্যাংকিং ৬) সঙ্গে পাল্লা দিয়েই তাদের প্রতিহত করতে সফল হয় ভারত (ফিফা র‌্যাংকিং ১৭৩, এএফসি র‌্যাংকিং ৩৬)। যদিও বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল উজবেকরাই। তাদের আক্রমণগুলো উল্লেখ করার মতো ছিল না। উল্টো ১৫ মিনিটে ভারতই গোল করার সুযোগ নষ্ট করে। বক্সের বাইরে থেকে ভারতের ফরোয়ার্ড জয়েশ দিলিপের উড়ন্ত শট ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে রুখে দেন উজবেক গোলরক্ষক আকমল তুরসুনবায়েভ। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে কিছুটা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ভারত। ৫৬ মিনিটে ভারতের ডিফেন্ডার শংকর সামপিনগিরাজ কর্নার থেকে ছোট বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন। এরপর একাধিক আক্রমণ শাণায় উজবেকরা। ৬৫ মিনিটে ভারতের বক্সে ঢুকে মিডফিল্ডার ইগর সারগিভের শট চলে যায় বারের ওপর দিয়ে। ৭৬ মিনিটে অধিনায়ক কোজাকের শট ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক অমৃন্দর সিং। ফিরতি বলে শট নেন মাখস্তেলিভ। তাঁর শট সাইডপোস্টে লেগে ফিরে আসে। উল্লেখ্য, ‘এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’-এ অংশ নিতে বিদেশী দলগুলোর মধ্যে সবার আগে ঢাকায় পা রাখে উজবেক দল। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই আসে তারা। ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। অবশ্য জিততে পারেনি (গোলশূন্য ড্র)। উজবেক যুব দলে জাতীয় দলের চারজন থাকলেও এটা মূলত অনুর্ধ-২২ দল। এক বছর পর খেলোয়াড়দের বয়স দাঁড়াবে ২৩। এদের নিয়ে রিও অলিম্পিক বাছাই খেলতে হবে। বাংলাদেশের এমন উষ্ণ আবহাওয়ায় তারা খেলে অভ্যস্ত নয়। তাই এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই দলটি এ দেশে আগেভাগেই আসে।
×