ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ছাত্র পেটানোর ঘটনা ধামাচাপা দিতে ভূরিভোজ

প্রকাশিত: ০৬:৩০, ২৮ মার্চ ২০১৫

বরিশালে ছাত্র পেটানোর  ঘটনা ধামাচাপা দিতে ভূরিভোজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুলের বাদ্যযন্ত্র ক্রয়ের নামে ধার্যকৃত চাঁদার টাকা দিতে না পারার অপরাধে জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ৪০ জন ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে ওই স্কুলের শিক্ষক নিলকান্ত বিশ্বাস। এছাড়া স্কুল কর্তৃপক্ষ একই শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ বোর্ডের ধার্যকৃত ৮০ টাকার স্থলে ৫০০ টাকা আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ সব অপরাধ ধামাচাপা দিতে শুক্রবার দুপুরে স্কুল লাইব্রেরিতে ম্যানেজিং কমিটির সদস্য ও প্রভাবশালীদের নিয়ে ভূরিভোজের আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আহত শিক্ষার্থীরা জানায়, স্কুলের বাদ্যযন্ত্র কেনার নামে তাদের প্রত্যেকের কাছে ২০ টাকা চাঁদা ধার্য করা হয়। বুধবার সকালে সহকারী শিক্ষক নিলকান্ত বিশ্বাস ক্লাসে এসে চাঁদার টাকা চান। টাকা দিতে না পারার অপরাধে তিনি জোড়া বেত দিয়ে বেধড়ক পিটিয়ে ৮ম শ্রেণীর ৪০ জন ছাত্রকে আহত করে। এ সময় কয়েকজন ছাত্র অজ্ঞান হয়ে পড়লে অন্য শিক্ষকরা এসে ছাত্রদের উদ্ধার করে আহত ছাত্র রিফাত, শফিক, ফুয়াদ, রিপন, আশ্রাফুল, ফয়সাল, লিমন, রাসেলসহ ১০ জনকে স্কুলে ডাক্তার ডেকে এনে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, জেএসসির রেজিস্ট্রেশন ফি বাবদ বরিশাল শিক্ষা বোর্ড প্রত্যেক শিক্ষার্থীর জন্য মাত্র ৮০ টাকা ফি ধার্য করলেও পিঙ্গলাকাঠী হাইস্কুল কর্তৃপক্ষ ৮০ টাকার স্থলে সম্পূর্ণ অবৈধভাবে ৫০০ টাকা করে আদায় করেছে।
×