ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

স্বচ্ছতার সঙ্গে কাজ করুন- স্থানীয় সরকার প্রতিনিধিদের রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:১০, ২৮ মার্চ ২০১৫

স্বচ্ছতার সঙ্গে কাজ করুন- স্থানীয় সরকার প্রতিনিধিদের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় সরকার সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে এসব সংস্থার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা জনগণের প্রয়োজন ও দাবি বুঝতে পারেন। কারণ আপনারা তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত- যা দেশের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন।’ তিনি শুক্রবার রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ভাষণকালে এ আহ্বান জানান। খবর বাসসর। মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি) ‘জনসম্পৃক্ততা ও সুশাসনের উন্নয়ন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। এমএবির সভাপতি মেয়র মোঃ আবদুল বাতেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একে এম মোজাম্মেল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, কমনওয়েলথ স্থানীয় সরকার ফোরামের মহাসচিব কার্ল রাইট, ইউসিএলজি-এএসপিএসি মহাসচিব ড. বার্নাদিয়া ইরাওয়াতি তেজানদারাদেউ, এমএবির উপদেষ্টা এ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও মহাসচিব শামীম আল রাজি অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। আবদুল হামিদ বলেন, ‘বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে খুবই আন্তরিক। সরকার বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার আইন-২০০৯ প্রণয়ন এবং এ সম্পর্কিত বিধি-বিধানও তৈরি হয়েছে। এর ফলে স্থানীয় সরকারের কর্মকা- অধিকতর স্বচ্ছ ও কার্যকর হয়েছে।’ রাষ্ট্রপতি স্থানীয় সরকার প্রতিনিধিদের দায়িত্ব ও কর্মকা-ের বিষয় তাদের স্মরণ করে দিয়ে বলেন, ‘জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করে আপনাদের কাজ করতে হবে। আমি আশাবাদী যে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিটি সংস্থা কল্যাণ ও সেবা প্রদানের সর্বোত্তম কেন্দ্রে পরিণত হবে।‘
×