ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আখাউড়া সীমান্ত দিয়ে চার গোয়েন্দা পুলিশকে ফেরত

প্রকাশিত: ০৪:২১, ২৭ মার্চ ২০১৫

আখাউড়া সীমান্ত দিয়ে  চার গোয়েন্দা পুলিশকে ফেরত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আসামি ধরতে গিয়ে নো ম্যানস ল্যান্ড দিয়ে ভারতে প্রবেশ করা বাংলাদেশী ৪ গোয়েন্দা পুলিশ সদস্যকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত প্রায় ২টায় বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হয়। এরা হলেন- কুমিল্লা ডিবি পুলিশের এএসআই সবুজ মিয়া, এএসআই আলমগীর, কনস্টেবল সেলিম মিয়া ও তাপস। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামে সীমান্ত অঞ্চলে কুমিল্লা ডিবি পুলিশের এ দলটি অভিযানকালে কর্মকর্তাসহ ৪ ডিবি পুলিশ সদস্য অস্ত্রসহ ভুলক্রমে ভারতে প্রবেশ করে। তখন সীমান্ত সন্ত্রাসীরা তাদের বেদম প্রহার করে। পরে বিএসএফের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ১২ বিজিবি কমান্ডার লে. কর্নেল মোঃ নজরুল ইসলাম বলেন, তাঁরা ভুলক্রমে ভারতে চলে গিয়েছিল। বিএসএফের সহায়তায় আমরা তাঁদের দেশে নিয়ে এসেছি। দামুড়হুদা সীমান্ত দিয়ে কিশোরকে ফেরত সংবাদদাতা দামুড়হুদা, চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আলামিন (১৫) নামে এক কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার রাত ৮টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বিজিবি জানায়, ২০১৩ সালের ২৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পোলাডাঙ্গা সীমান্ত দিয়ে আলামিন বাবা-মায়ের সাথে অভিমান করে ভারতে প্রবেশ করে। দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই যুবক আটক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৬ মার্চ ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (২৩) ও ইকবাল হোসেনের ছেলে বাপ্পারাজ (২২) ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশে ৮৫/১০-আর সীমান্ত পিলার সংলগ্ন ছলিমেরচর সীমান্ত দিয়ে ভারত ভূখ-ে প্রবেশ করে। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে নিজ ক্যাম্পে নেয়। খবর পেয়ে চিলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফের হাতে আটক বাংলাদেশীদের ফেরত চেয়ে বিএসএফের কাছে পত্র দেয়। তবে বৃহস্পতিবার সকালে বিএসএফ আটককৃতদের ভারতের মুর্শিদাবাদ জেলহাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে। মোহনগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৬ মার্চ ॥ মোহনগঞ্জে বৃহস্পতিবার সকালে বড়তলী বানিয়াহারী ইউনিয়নের নগর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ম-ল মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উত্তর জগদীশপুর গ্রামের ছদ্দু মিয়ার পুত্র। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন সকালে ম-ল মিয়া বৈদ্যুতিক মোটর দিয়ে ফিশারিতে পানি দেয়ার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটিতে বজ্রপাতে নিহত ১, আহত ৪ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ মার্চ ॥ জেলার লংগদু উপজেলার সোনাইবাজার এলাকায় আকস্মিক বজ্রপাতে হযরত আলী (২৫) নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তারা জমিতে চাষাবাদ করার কাজে নিয়োজিত অবস্থায় বুধবার বিকেলে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হলে নিকটস্থ এক বাড়ির আঙিনায় আশ্রয় নেয়। এ সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত হয়। এতে ৫ ব্যক্তি আহত হয়। ধামরাইয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ মার্চ ॥ ধামরাইয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জের ধরে আমীর হামজা নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। গুরুতর আহত আমীরকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২৬ মার্চ ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় আখচাষীদের প্রতিষ্ঠিত মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আখচাষী কল্যাণ সংস্থার উপদেষ্টা হাজী আকমত আলী, সংস্থার সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি ওমর আলী মেম্বার, সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসম্পাদক আব্দুল বারী, কোষাধ্যক্ষ হাজী নজরুল ইসলাম প্রমুখ। মোড়ক উন্মোচন নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৬ মার্চ ॥ দুর্গাপুর তথা সোমেশ্বরী বিধৌত অঞ্চল সম্বন্ধে ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ পুস্তক ‘সোমেশ্বরীর এপার ওপার’ বইয়ের মোড়ক উন্মোচন বুধবার সন্ধ্যায় নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। দুর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছবি বিশ্বাস, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, আব্দুল্লাহ্ হক, অনুকুল চক্রবর্তী প্রমুখ।
×