ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৬, ২৫ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২১. মি. রহিম চার মাস মেয়াদি ১৫,০০০ টাকার বিল ১০% হারে ব্যাংক হতে বাট্টা করল। এক্ষেত্রে বাট্টাকৃত অর্থের পরিমাণ কত? ক) ১৩,৫০০ টাকা খ) ১৪,৫০০ টাকা গ) ১৪,৬২৫ টাকা ঘ) ১৪,৭৫০ টাকা ২২. বিপরীত দাখিলা কেন দেয়া হয়? ক) পূর্ববর্তী বকেয়া ও অগ্রিম আয়-ব্যয় নতুন বছরের আয়-ব্যয় হিসাবের সাথে সমন্বয় করার জন্য খ) পূর্ববর্তী আয়-ব্যয় নতুন বছরের আয়-ব্যয় হিসাবের সাথে সমন্বয় করার জন্য গ) সম্পদ ও দায় চলতি বছরের আয়-ব্যয়ের সাথে সমন্বয় করার জন্য ঘ) পূর্ববর্তী আয়-ব্যয় হিসাব চলতি বছরের সম্পদ ও দায়ের সাথে সমন্বয় করার জন্য ২৩. একতরফা দাখিলা পদ্ধতিকে অস্বীকৃতি পদ্ধতি বলা হয় কেন? ক) এতে লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত হয় বলে খ) এতে হিসাবের যাবতীয় বই সংরক্ষিত হয় বলে গ) এতে সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করা হয় না বলে ঘ) এতে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় বলে ২৪. হিসাব তথ্য ব্যবহারকারী সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো - র. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী রর. কর কর্তৃপক্ষ বহিঃব্যবহারকারী ররর. বর্তমান পাওনাদারগণ বহিঃব্যবহারকারী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. লাভ-লোকসান নির্ণয়ে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রয়োজন হয়- র. সমাপনী মূলধন রর. প্রারম্ভিক মূলধন ররর. যাবতীয় আয়-ব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. ভবিষ্যৎ সঞ্চিতি পদ্ধতিতে অনাদায়ী পাওনা বাবদ অবলোপন লিপিবদ্ধকরণে - র. অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট রর. অনাদায়ী পাওনা হিসাব ডেবিট ররর. প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. কোনটি একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা নয়? ক) কম ব্যয় সাপেক্ষ খ) গোপনীয়তা রক্ষা গ) সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য ঘ) সহজ হিসাবরক্ষণ ২৮. মি. আইয়ুব ব্যবসায় প্রয়োজনে নগদে ৬০,০০০ টাকা এবং ধারে ১,২৫,০০০ টাকার পণ্য বিক্রয় করল। রাজস্ব স্বীকৃতি অনুসারে আয় হিসাবে কত টাকা দেকাতে হবে? ক) ১,৮৫,০০০ টাকা খ) ১,২০,০০০ টাকা গ) ৬৫,০০০ টাকা ঘ) ৬০,০০০ টাকা ২৯. আর্থিক অবস্থা বিবরণীর দায় হিসেবে দেখানো হয়? ক) মূলধন জাতীয় আয় খ) মূলধন জাতীয় ব্যয় গ) মুনাফা জাতীয় আয় ঘ) মুনাফা জাতীয় ব্যয় ৩০. চলমান প্রতিষ্ঠান অনুমানের ভিত্তিতে খরচ ও আয় লিপিবদ্ধ হয়- র. ক্রয়-বিক্রয় হিসাবে রর. বিশদ-আয় বিবরণীতে ররর. আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. হিসাববিজ্ঞানকে কী বলা হয়? ক) ব্যবসায়ের চালিকাশক্তি খ) ব্যবসায়ের পরিভাষা গ) ব্যবসায়ের হাতিয়ার ঘ) ব্যবসায়ের ভাষা ৩২. ব্যাংকে টাকা জমা দেওয়ার একটি সিøপ ব্যবহার করা হয়, তাকে কী বলে? ক) চেক খ) জমা রসিদ গ) ব্যাংক বিবরণী ঘ) ব্যাংক ড্রাফট ৩৩. কার্যকরী মূলধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি বৃদ্ধি পায়- র. ধারে পণ্য বিক্রয়ের ফলে রর. ধারে সেবা বিক্রয়ের ফলে ররর. অর্থ ধার দেওয়ার ফলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. ফাহিম স্টোরের রেওয়ামিলের ডেবিট দিকে সুনাম ২৫,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে, সুনামের ১/১০ অংশ অবলোপন করতে হবে। এক্ষেত্রে অবলোপনকৃত টাকার পরিমাণ কত হবে? ক) ২,৫০০ টাকা খ) ২২,৫০০ টাকা গ) ২৫,০০০ টাকা ঘ) ২৭,৫০০ টাকা ৩৫. অগ্রিম বিমা প্রিমিয়াম ব্যবসায়ের কী হিসেবে বিবেচিত হয়? ক) লাভ খ) দায় গ) আয় ঘ) সম্পদ ৩৬. মিস. শোভা আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক তার ব্যাংকে জমা দিয়েছেন যা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়। টেকটি প্রত্যাখ্যাত হওয়ার ফলে- র. নগদান বইয়ের জমা বেশি হবে রর. নগদান বইযের জমা কম হবে ররর. ব্যাংক বিবরণীতে জমা কম হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. অনগদ লেনদেন হলো - র. ক্রয় বাট্টা রর. অবচয় ররর. বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. কোনটি ব্যবসায়ের জন্য শুধু একটি ঘটনা? ক) জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা খ) করিমের নিকট ৬,০০০ টাকা পণ্য বিক্রয় গ) ফারিয়ার নিকট ২,০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান ঘ) রহিম ২,৫০০ টাকার পণ্য ফেরত দিল ৩৯. হিসাববিজ্ঞান নীতির বৈশিষ্ট্য হলো - র. সর্বজনস্বীকৃত রর. একটি দেশেই স্বীকৃত ররর. স্বতঃসিদ্ধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. কখন কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হয়? ক) কু-ঋণ অবলোপনের জন্য খ) যখন কোনো প্রাপ্য হিসাব ব্যবসায়ে নিয়োজিত থাকে না গ) যখন কোনো প্রাপ্য হিসাব মারা যায় ঘ) হিসাবকাল শেষে সম্ভাব্য কু-ঋণের জন্য বরাদ্দ রাখার প্রয়োজন হলে
×