ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রসায়ন

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ মার্চ ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায় : (বহু নির্বাচনী অভিক্ষা) ১. যার জড়তা আছে তাইÑ ক) পদার্থ খ) শক্তি গ) তরঙ্গ ঘ) তাপ ২. কোন পদার্থটির অন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? ক) চুনাপাথর খ) পেট্রোল গ) নাইট্রোজেন ঘ) দুধ ৩. কোন তরলের স্ফুটনাংক বাইরের চাপের উপর নির্ভরশীল এ কথাটির অর্থ হলো- ক) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক হ্রাস পায়। খ) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক বৃদ্ধি পায়। গ) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক অপরিবর্তিত থাকে। ঘ) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক শূন্য হয়ে যায় ৪. বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটবে? ক) চাপ বাড়বে খ) চাপ কমবে গ) ব্যাপন ঘটবে ঘ) নিঃসরণ ঘটবে ৫. সরুছিদ্র পথে কোন গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কী বলে? ক) ব্যাপন খ) নিঃসরণ গ) অভিস্রবণ ঘ) ঊর্ধ্বপাতন ৬. কোনটির ক্ষেত্রে ব্যাপনের হার সবচেয়ে বেশি? ক) ঐপ খ) ঘ২ গ) ঈঙ২ ঘ) ঘঐ২ ৭. আবদ্ধ পাত্রের ছিদ্রপথ বড় হলে কোনটি বৃদ্ধি পায়। ক) চাপ খ) অণুর স্বতঃস্ফুর্ততা গ) অণুর সংকোচনশীলতা ঘ) অণুর আকার ৮. কোন গ্যাসকে অধিক চাপ প্রয়োগ করে সিএনজিতে পরিণত করা হয়? ক) ঈঐ৪ খ) ঈ২ঐ৬ গ) ঈ২ঐ৪ ঘ) ঈ৪ঐ১০ ৯. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম। ক) ঘঐ৩ খ) ঈঐ৪ গ) ঈঙ২ ঘ) ঘ২ ১০. মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের কয়টি অবস্থা বিদ্যমান? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ১১. যে তাপে তাপমাত্রা বাড়ে না, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি বলে? ক) আপেক্ষিক তাপ খ) সুপ্ততাপ গ) পরম তাপ ঘ) হারানো তাপ ১২. পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে মোমের দহনের ফলে উৎপন্ন কী কী? ক) কার্বন, অক্সিজেন ও পানি খ) কার্বন মনোক্সাইড ও পানি গ) কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প ঘ) কার্বন মনোক্সাইড ও জলীয় বাষ্প ১৩. নিচের কোনটি উপরের প্রক্রিয়াটির ব্যতিক্রম? ক) সালফার খ) অক্সিজেন গ) আয়োডিন ঘ) তঁতে ১৪. কোনটি উদ্বায়ী পদার্থ? ক) ঈধঈষ২ খ) কঠিন ঈঙ২ গ) ঘধঈষ ঘ) ঋবঈষ৩ ১৫. পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম রয়েছে- র) কঠিন অবস্থায় রর) তরল অবস্থায় ররর) গ্যাসীয় অবস্থায় নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×